File images
'Drama Queen' is married to Sawant. One of Bollywood's most talked-about actresses has identified her husband as a social worker in social media. He wants to remain in the headlines for the latest news, he is going to marry now. Not only did this news, but also introduced her with her future husband.
Actress has posted two videos in Instagram, she is now in New York. And sitting next to him who is driving a car, he is going to be his future husband. Although the name of the groom, the identity of the identity of the Rakhi nothing.
Earlier, Canadian businessman Eliish Parujanwala had made an engagement with him. Marriage was abandoned for an unknown reason. It is not known whether or not he was married later. In such circumstances, Rakhi has declared marriage directly at this time.
It's hard to say now, really, do not really marry.
বিয়ে করছেন ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর পরিচয়ও দিয়েছেন বলিউডের অন্যতম আলোচিত এই অভিনেত্রী। নিত্যনতুন খবরের মাধ্যমে শিরোনামে থাকতে পটু রাখির দাবি, তিনি এবার বিয়ে করতে চলেছেন। শুধু এই খবর দেওয়াই নয়, সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন তার হবু স্বামীর সঙ্গে।
ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন নিউ ইয়র্কে। আর তার পাশে বসে যিনি গাড়ি চালাচ্ছেন, তিনিই তার হবু স্বামী হতে চলেছেন। যদিও হবু বরের নাম, পরিচয় কিছুই জানাননি রাখি।
এর আগে কানাডার ব্যবসায়ী পাত্র এলিশ পারুজানওয়ালার সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন রাখি। কোনও একটি অজ্ঞাত কারণে পিছিয়ে দিয়েছিলেন বিয়ে। যদিও পরে সে বিয়ে হয়েছিল কিনা, তা জানা যায়নি। এমন পরিস্থিতিতে এ বার সরাসরি বিয়ের ঘোষণাই করেছেন রাখি।
এখন বলা মুশকিল, সত্যি সত্যিই রাখি বিয়েটা করছেন কিনা।
No comments:
Post a Comment