Tuesday, December 12, 2017

আমি চাই না অপু জল ঘোলা করুক: শাকিব I do not want apu to grind water: Shakib

According to the composer Shakib Khan, his marriage with Apu Biswas worth Tk 7 lakh 1. His wife Apur claimed, the amount was Tk 1.7 crore. Her husband Sakib also alleged that her husband has alleged fraud against him. Apu has protested it. However, like all the issues related to their marriage, including children, Shakib does not want water to get frozen on this issue.

Shakib said, Apu wants to make 1 crore 7 lakhs as against 7 lakh 1 taka. He has to be legally punished for this fraud. There have been breakdowns in the lives of many celebrities. And for this, no one has doused the water. I do not want Apu to do something like that. And I do not even want to know bad things about my son's father and mother.

Apu says, even though I do not have any copy of Kabinamahara, I still remember there was mention in Kabiniama about 1 crore 7 lakhs takaai. If you give me a divorce, you will have to pay this amount.

Shakib Khan said, I am no longer in trouble. The law will look at all. It can not be lived with a roof with anyone who does not agree with the opinion. Took 9 years of struggle with many hardships. Joy (Apu-Shakib's son) was forced to make Separation's decision considering the bright future.

Apu said on the divorce decision, that if Shakib's decision was to be of the same religion. Converts me and forced me, married. So I will not accept his inhuman decision. Shakib's mother said to Baba, "I will perform prayers, fasting, Hajj and I will happily live with Shakib." They also agreed to my words. Then what happened that he decided to divorce me? Shakib's head is not right now. Let them complain about that country. What was said in Hyderabad and I replied in the context, it can not be. In Kabini, there was a witness to how much money was worth to Dhammohar, they know very well.

চিত্রনায়ক শাকিব খানের মতে, অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ের দেনমোহর ৭ লাখ ১ টাকা। তার স্ত্রী অপুর দাবি, অঙ্কটা ১ কোটি ৭ লাখ টাকা। এ নিয়ে অপুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও তুলেছেন তার স্বামী শাকিব। অপুও তার প্রতিবাদ করেছেন। তবে নিজেদের বিয়ে, সন্তানসহ অন্য সব ইস্যুর মতো এ ইস্যুতেও জল ঘোলা হোক তা চান না শাকিব।

শাকিব বলেন, অপু ৭ লাখ ১ টাকাকে সে উল্টো ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে। অনেক সেলেব্রেটির জীবনে বিচ্ছেদ এসেছে। আর এজন্য জল ঘোলা করেনি কেউ। আমিও চাই না অপু এমন কিছু করুক। আর আমার ছেলে বড় হয়ে বাবা ও মা সম্পর্কে খারাপ কোনো কথা জানুক এটাও আমি চাই না।

অপু বলছেন, যদিও আমার কাছে কাবিননামার কোনো কপি নেই, তারপরও মনে পড়ছে কাবিননামায় ১ কোটি ৭ লাখ টাকাই উল্লেখ ছিল। আমাকে ডিভোর্স দিলে এই অঙ্কের টাকাই দিতে হবে।

এ নিয়ে শাকিব খান বলেছেন, আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই। আইনই সব দেখবে। যার সঙ্গে মতের মিল হয় না, তার সঙ্গে কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। অনেক কষ্ট সহ্য করে ৯ বছর সংসার করেছি। জয়ের (অপু-শাকিবের ছেলে) উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সেপারেশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

ডিভোর্সের সিদ্ধান্তে অপু বলেছেন, শাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি একই ধর্মের হতাম। আমাকে ও জোর করে ধর্মান্তরিত করেছে, বিয়ে করেছে। তাই তার এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না। শাকিবের মা, বাবাকে বলেছি আমি নামাজ, রোজা, হজ আদায় করব আর শাকিবের সঙ্গে সুখে সংসার করব। তারাও আমার কথায় সম্মত হয়েছিলেন। এরপর এমন কী ঘটনা ঘটল যে, সে আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল? শাকিবের এখন মাথা ঠিক নেই। সে দেশে এসে যা অভিযোগ করার করুক। হায়দরাবাদে বসে কী বলল আর আমি তার পরিপ্রেক্ষিতে জবাব দিলাম, সেটা হতে পারে না। কাবিননামায় দেনমোহর কত টাকা ছিল তার সাক্ষী আছেন যারা, তারা ভালো করে জানেন।

No comments:

Post a Comment