File images
Bollywood actors and actors perform different events to welcome the new year. Former actor Sunny Leone was supposed to perform in such a ceremony in India. But Karnataka Vaishik Yusubenha Sani has demanded to stop the program.
Their claim, that Sunny's program or anti-Kannada culture is against the opposition. Even the protest began demanding the cancellation of the program. The Vedic YuvaSena has maintained that it will not be good if the demand is not met.
It is learned that one organization has organized the entire program. Jubasena has demanded to stop the show since the publication of the poster of Sunny. They do not even want to allow Sanchi to enter Karni.
A member of the Vedic army said, 'Sunny Leone does not know our culture. Why is he brought to this program?
He can come here and destroy our culture. We will not allow anyone to hurt our culture. '
বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। ভারতের কর্নাটকে এমনই এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাবেক পর্ন তারকা সানি লিওনেরর। কিন্তু কর্নাটক রক্ষণা বৈদিক যুবসেনা সানির সেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলেছে।
তাদের দাবি, সানির এই অনুষ্ঠান নাকি কন্নড় সংস্কৃতি বিরোধী। এমনকি অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলে বিক্ষোভ শুরু হয়েছে। সেই দাবি মানা না হলে ফল ভালো হবে না বলেও জানিয়ে দিয়েছে রক্ষণা বৈদিক যুবসেনা।
জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এক সংস্থা। সানির এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশের পর থেকেই অনুষ্ঠান বন্ধের দাবি তোলে যুবসেনা। এমনকি সানিকে কর্নাটকে প্রবেশের অনুমতি পর্যন্ত দিতে চায় না তারা।
বৈদিক সেনার এক সদস্য বলেন, ‘সানি লিওন আমাদের সংস্কৃতি জানেন না। তাকে কেন এই অনুষ্ঠানে আনা হচ্ছে।
উনি এখানে এসে আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারে। আমাদের সংস্কৃতিকে কেউ আঘাত করুক আমরা তা হতে দেব না। ’
Bollywood actors and actors perform different events to welcome the new year. Former actor Sunny Leone was supposed to perform in such a ceremony in India. But Karnataka Vaishik Yusubenha Sani has demanded to stop the program.
Their claim, that Sunny's program or anti-Kannada culture is against the opposition. Even the protest began demanding the cancellation of the program. The Vedic YuvaSena has maintained that it will not be good if the demand is not met.
It is learned that one organization has organized the entire program. Jubasena has demanded to stop the show since the publication of the poster of Sunny. They do not even want to allow Sanchi to enter Karni.
A member of the Vedic army said, 'Sunny Leone does not know our culture. Why is he brought to this program?
He can come here and destroy our culture. We will not allow anyone to hurt our culture. '
বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। ভারতের কর্নাটকে এমনই এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাবেক পর্ন তারকা সানি লিওনেরর। কিন্তু কর্নাটক রক্ষণা বৈদিক যুবসেনা সানির সেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলেছে।
তাদের দাবি, সানির এই অনুষ্ঠান নাকি কন্নড় সংস্কৃতি বিরোধী। এমনকি অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলে বিক্ষোভ শুরু হয়েছে। সেই দাবি মানা না হলে ফল ভালো হবে না বলেও জানিয়ে দিয়েছে রক্ষণা বৈদিক যুবসেনা।
জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এক সংস্থা। সানির এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশের পর থেকেই অনুষ্ঠান বন্ধের দাবি তোলে যুবসেনা। এমনকি সানিকে কর্নাটকে প্রবেশের অনুমতি পর্যন্ত দিতে চায় না তারা।
বৈদিক সেনার এক সদস্য বলেন, ‘সানি লিওন আমাদের সংস্কৃতি জানেন না। তাকে কেন এই অনুষ্ঠানে আনা হচ্ছে।
উনি এখানে এসে আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারে। আমাদের সংস্কৃতিকে কেউ আঘাত করুক আমরা তা হতে দেব না। ’
No comments:
Post a Comment