Tuesday, December 12, 2017

নারী পুরুষের মধ্যে অবাক করা কয়েকটি মানসিক পার্থক্য Some psychological differences between men and women are surprising


Symbolic pictures
Shame may be a woman's spell, but that does not mean that she will remain behind everything. In today's era, gender divide discrimination between men and women. Though there is a difference between the physical structure of the man and woman, he is growing in any environment, depending on his mentality.

There are some differences between men and women, which are completely psychological. According to the scholars' interpretation, psychological disturbances occur on the business of the son and daughter's brain. According to our report today, there are 10 mental differences among men and women-

1. The men's brain naturally likes to spin. Women love language

2. Although the girls quarrel, they do not fight normally. But that's what dominates men.


3. To make a decision, men do not prefer emotion. However, women decide for a lot of accessory.

4. Men are laughing at something funny, but women laugh when they think smile.

5. Men are very favorite of their cars, so they like to keep it clean. However, women think that cleaning the car and cleaning the shoe is the same thing.

6. Emotions are more about men than men think of emotional events.

7. Stress increases in life, increases the physical needs of men. That's just the case of the opposite girls.

8. The ability to judge people is far more than men, women are more than men.

9. The first reason to be attracted to a woman is its beauty. On the other hand, beauty does not attract special women.

10. Boys usually try to meet the problem without having to talk to anyone. However, if girls can not discuss it, they are more in trouble.

প্রতীকী ছবি
লজ্জা নারীর ভূষণ হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুর আড়ালে থেকে যাবে সে। বর্তমান যুগে নারী-পুরুষের বিভেদ করা শিক্ষাহীনতারই পরিচয়। নারী-পুরুষের শারীরিক গঠনে পার্থক্য থাকলেও, সে কোন পরিবেশে বেড়ে উঠছে, তার উপরেই নির্ভর করে তার মানসিকতা।

নারী ও পুরুষের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে, যা সম্পূর্ণভাবে মানসিক। মনোবিদদের ব্যাখ্যা অনুয়ায়ী, ছেলে ও মেয়ের ব্রেনের কাজ কারবারের ওপরেই মানসিক এই বিভেদ ঘটে। আমাদের আজকের এই প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে ১০টি মানসিক পার্থক্য রয়েছে-

১। পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। নারীরা পছন্দ করেন ভাষা।

২। মেয়েরা ঝগড়া করলেও, সচরাচর মারামারি করে না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই।


৩। কোনও সিদ্ধান্ত নিতে গেলে, আবেগকে প্রাধান্য দেয় না পুরুষরা। কিন্তু, নারীরা আনুষঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়।

৪। মজার কিছু হলে পুরুষরা হাসেন, কিন্তু নারীরা হাসেন যখন তারা মনে করেন হাসবেন।

৫। পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয়, তাই তা পরিষ্কার রাখতে পছন্দ করে। কিন্তু, নারীরা মনে করে, গাড়ি পরিষ্কার করা আর জুতার তলা পরিষ্কার একই ব্যাপার।

৬। আবেগজড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন নারীরা।

৭। জীবনে স্ট্রেস বাড়লে, পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে। যা একেবারেই উল্টো মেয়েদের ক্ষেত্রে।

৮। মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় মেয়েদের।

৯। একজন নারীর প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য। অন্য দিকে, সৌন্দর্য বিশেষ আকর্ষণ করে না মহিলাদের।  

১০। সমস্যার কথা সাধারণত কারোর সঙ্গে আলোচনা না করেই মেটানোর চেষ্টা করে ছেলেরা। কিন্তু, মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় পড়েন।

No comments:

Post a Comment