Sara Ali Khan, the daughter of Saif Ali Khan. Kedarnath is going to stay in Bollywood industry The film has already started shooting. Although he is still not seen on the screen, but now for the next movie Saif Daughter wants an extra fee. A media report from India said.
Although the movie is not yet released, the film is already getting a new movie. Although Kedarnath does not want to be signed in a new movie before the release. However, he will consider the proposal if he has an interesting screenplay, he said.
Meanwhile, for the screenplays that do not seem very attractive to Sarah, she is demanding more traditional. But the makers still can not be happy with the demand for such an extra.
In this context, a source told the media, "The makers are returning to seek an extra fee compared to the normal, and through this, how much confidence and awareness the Sara herself is giving."
The source further said, 'He knows his worth, the madness about his debut is quite noticeable. Meanwhile, his fan club has been created. So his decision will help him in the future and will bring success.
Kidnarath is directed by Abhishek Kapoor. Sushant Singh Rajput is acting against Sarah. The film is about to release in December next year.
সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখনো পর্দায় তাকে দেখা না গেলেও পরবর্তী সিনেমার জন্য এখনই নাকি বাড়তি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এখনো সিনেমা মুক্তি না পেলেও এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন সারা। যদিও কেদারনাথ মুক্তির আগে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না তিনি। তবে আকর্ষণীয় চিত্রনাট্য হলে প্রস্তাব বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।
এদিকে যে চিত্রনাট্যগুলো সারার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না, সেগুলোর জন্য তিনি বেশি পারশ্রিমিক দাবি করছেন। কিন্তু এখনো তার এমন বাড়তি চাওয়াতে মোটেও খুশি হতে পারছেন না নির্মাতারা।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘স্বাভাবিকের তুলনায় বাড়তি পারিশ্রমিক চাওয়াতে নির্মাতারা ফিরে যাচ্ছেন এবং এর মাধ্যমে সারা নিজের ওপর কতটা আত্মবিশ্বাসী ও সচেতন সেই বার্তাও কিন্তু দিয়ে রাখছেন।’
সূত্রটি আরো বলেন, ‘তিনি তার মূল্যটা জানেন, তার অভিষেক নিয়ে উন্মাদনাও বেশ লক্ষ্যণীয়। এরই মধ্যে তার ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে। সুতরাং তার এই সিদ্ধান্ত ভবিষ্যতে তাকে সাহায্য করবে এবং সফলতা বয়ে আনবে।’
কেদারনাথ সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আগামী বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
No comments:
Post a Comment