External beauty enhances if there is sesame in human body. Especially if face is sesame, different beauty can be seen. But this is also the reason for the sums of money in the body. Let's know if there is money in the body where sesame.
On the left cheek
If you have sesame on the left cheek then you will have lots of income. But the money will cost money like water. Can not save as a result.
Lip down
If you have til in the bottom of the lips, it looks nice. But no one can survive from the financial system.
Left palm in the left hand
It's hard for you to keep your money in hand. Income is enough But more than income will cost more.
Left knee
You will try a lot to save But you may also suffer financially.
In index
If you are interested in money, you may suffer entire life due to problems related to money.
In the embryo
The sign of the big til money in the eye. Their married life is not too much happiness. Most of the life is cut into tension.
Left croak
If you have left sesame seeds, then be aware of health. You may spend lots of money due to physical problems.
মানুষের শরীরে তিল থাকলে বাহ্যিক সৌন্দর্য বাড়ে। বিশেষ করে মুখমণ্ডলে তিল থাকলে আলাদা সৌন্দর্য চোখে পড়ে। কিন্তু শরীরের এই তিল অর্থকষ্টের কারণও হয়ে থাকে। আসুন জেনে নেই শরীরের কোথায় তিল থাকলে অর্থকষ্ট হয়।
বাম গালে
বাম গালে তিল থাকলে আপনার আয় হবে প্রচুর। কিন্তু টাকা খরচও হবে পানির মতো। ফলে সঞ্চয় করতে পারবেন না।
ঠোঁটের নিচে
ঠোঁটের নিচে তিল থাকলে দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু অর্থকষ্টের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না।
বাম হাতের তালুতে
টাকা হাতে রাখা আপনার জন্য মুশকিল। আয় করবেন যথেষ্ট। কিন্তু আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।
বাম হাঁটুতে
সঞ্চয় করার অনেক চেষ্টা করবেন আপনি। কিন্তু অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকেও।
তর্জনীতে
তর্জনীতে তিল থাকলে টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় সারা জীবন ভুগতে হতে পারে আপনাকে।
ভ্রুতে
ভ্রুয়ের মধ্যে বড় তিল অর্থকষ্টের ইঙ্গিত দেয়। তাদের বিবাহিত জীবনও খুব একটা সুখের হয় না। বেশিরভাগ জীবনই কেটে যায় টানাপড়েনের মধ্যে।
বাম বগলে
বাম বগলে তিল থাকলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। শারীরিক সমস্যাজনিত কারণে প্রচুর টাকা খরচ হতে পারে আপনার।
No comments:
Post a Comment