Sunday, January 14, 2018

মন ভালো রাখার সহজ কিছু উপায় Some things are easy to keep in mind

Nobody wants to keep upset. Everyone wants to keep their mind furfur. But we do not even have the time to laugh at this mechanical life. Work pressure on him again. The result is stress, emotional exhaustion. But there must be good. In this case there are some easy ways to do mind.

1. Healthy food and adequate sleep needs to be kept intact to keep the mind healthy. Do not change during meals. And it's very important to sleep at least eight hours for a reflection. If you are right to sleep and eat well then your mind will be just as good.

2. Never keep your mind in your mind. Do whatever your mind wants, it will increase your self-confidence.



3. Make a list of exactly what you want to do in your lifetime. Your goal in this will be fixed. Attention will increase and you feel yourself much confident.

4. Smile is the most important way to keep your mind well. So laugh and laugh. Laughter increases the level of endorphins in the brain which provides mental peace.

5. Take a day in a day where there is peace, or a crowd of people is much less. It creates peace in mind. However, it is not enough to leave the city completely, but you can find a quiet environment in your town.

6. You must respect yourself before thinking about your thoughts. Can not walk on foot in two boats. So decide what you want to do.


মন খারাপ করে রাখতে কেউই চায় না। সবাই চায় মনটাকে ফুরফুরে রাখতে। কিন্তু যান্ত্রিক এই জীবনে প্রাণ খুলে হাসার সময়টাও আমাদের নেই। তার ওপর আবার কাজের চাপ। ফলে বড়ছে স্ট্রেস, মানসিক অবসাদ। কিন্তু ভালো তো থাকতেই হবে। এক্ষেত্রে মন ভালো করার কিছু সহজ উপায় আছে ।

১. মন ভাল রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। খাবারের সময় বদল করবেন না। আর প্রতিদন অন্তত আট ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনিই ভাল থাকবে।

২. নিজের মনে ইচ্ছেকে কখনও মনে চেপে রাখবেন না। মন যা চায় তাই করুন, দেখবেন তাতে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে।



৩. নিজের জীবদ্দশায় ঠিক কি কি করতে চান তার একটা লিস্ট তৈরি করুন। এতে আপনার লক্ষ্য স্থির হবে। মনসংযোগ বাড়বে এবং আপনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মনে করবেন।

৪. মন ভাল রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়। তাই প্রাণ খুলে হাসুন। হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায় যা মানসিক শান্তি প্রদান করে।

৫. সপ্তাহে একদিন এমন জায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে, বা মানুষের ভিড় অনেক কম। এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়। তবে তাই বলে একেবারে শহর ছেড়ে অন্য কোথাও পাড়ি দিতে হবে তা নয়, নিজের শহরেই একটা শান্ত পরিবেশ খুঁজে নিতেই পারেন।

৬. নিজের ভাবনা চিন্তাকে আগে আপনাকে নিজেকেই সম্মান জানাতে হবে। দু নৌকায় পা রেখে চলা যায় না। তাই যা করবেন মনে মনে স্থির করে নিন।

No comments:

Post a Comment