Sunday, January 14, 2018

‘আমার স্তন আছে, তো…’, কড়া বার্তায় বিদ্রুপের জবাব অভিনেত্রীর 'I have my breasts, so ...', in a harsh message, the reply to the ridiculous reply actresses


Published January 14, 2015 update

'Yes, I have a breast. There is also Cleavage. 'The words came out of the mouth of the actress Deepika Padukone, as a whole slap on the stairs. Salata 2014 A photograph was printed on the basis of his cleavage in an all-India newspaper. But actress means not only body but breast or clive. The harsh message made it clear that the actress. After a long time, the same voice was heard in the face of actress Shama Sikandar.

The year has passed four. But there was no change in troll culture in Nedunya. Rather it increased. It has become a custom to throw an awful comment targeting any actress. Which falls on the level of molestation. But since in the virtual world, everyone is behind the mask, so no one hesitates to comment on katu, even if you can get it in most cases. In that case, the distinction of taste, and the limits of modesty disappeared. The netizens give the names of women organs to the females.

Many actress Hansta was victimized by a bikini wearing picture. Esha Gupta was nervous about herself a few days ago. Under the cover of the lingerie, caught the attention of the picture. However, on the face of the novel, in the novel way.



Posting a nude picture, he explained that actresses are not afraid of troll eyes. Deepika showed the way. Be brave. Subsequently, from there, Shamara is walking on the way.


Shaman has been hunted for a few days before wearing a bikini. He did not even silence. He replied, 'A woman has a breast. That is why women are different because of men. I have breasts too. And it's pretty cool to say that. Call Jussi or Mellon that is called Dakara. I think those who are busy giving me the names of the organs of my body, they do other work without wasting time. My breast and I like it. "The actress has been speaking in protest against Body Shameing in this way.


Body Shaming is a problem like this period. Actresses also remember this protest. There is a reinforcement anywhere in the Netidonia because of protest. Recently, actress Esha Gupta has received a call for a seminar on sexual harassment at the workplace. He had also been victims of body-shaming a few days ago. This is probably the Poetic Justice!


RM-27 / 14-01 (Entertainment Desk, References: Newspaper)

‘হ্যাঁ, আমার স্তন আছে। ক্লিভেজও আছে।’ একেবারে সপাট চড়ের মতো এ কথাগুলো ছুটে এসেছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুখ থেকে। সালটা ২০১৪। তাঁর ক্লিভেজকে ফোকাস করেই একটি ছবি ছাপা হয়েছিল সর্বভারতীয় এক সংবাদপত্রে। কিন্তু অভিনেত্রী মানেই তো স্রেফ শরীর নয়, স্তন বা ক্লিভেজ নয়। কড়া বার্তায় তা স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী। বহুদিন পর আবার সেই একই স্বর শোনা গেল অভিনেত্রী শামা সিকন্দরের মুখেও।

বছর চারেক পেরিয়েছে। কিন্তু নেটদুনিয়ায় ট্রোল সংস্কৃতির কোনও বদল ঘটেনি। বরং তা বেড়েছে। যে কোনও অভিনেত্রীকে টার্গেট করে বিশ্রী মন্তব্য ছুড়ে দেওয়া যেন রেওয়াজে পরিণত হয়েছে। যা শ্লীলতাহানির পর্যায়েই পড়ে। কিন্তু যেহেতু ভারচুয়াল দুনিয়ায় সকলেই মুখোশের আড়ালে, তাই কটূ মন্তব্য করতে কেউ যেন দ্বিধা করেন না, এমনকী করে পারও পেয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে রুচি তো দূরের কথা, শালীনতার সীমাও উধাও। নারী অঙ্গের নাম দিতেও ওস্তাদ এই নেটিজেনরা।

বিকিনি পরা ছবি দিয়ে একাধিক অভিনেত্রী হেনস্তার শিকার হয়েছিলেন। দিনকয়েক আগে রীতিমতো নাজেহাল হয়েছিলেন এষা গুপ্তা। অন্তর্বাস পরা অবস্থায় ছবি দিয়ে বিপাকে পড়েছিলেন। অবশ্য মুখের উপর জবাব দিয়েছিলেন অভিনব উপায়ে।



নগ্ন ছবি পোস্ট করেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ট্রোলের চোখরাঙানিকে অভিনেত্রীরা আর ভয় পান না। দীপিকা যেন পথ দেখিয়েছিলেন। সাহসী হওয়ার। পরবর্তীকালে এষা, থেকে শামারা সে পথেই হাঁটছেন।


দিনকয়েক আগে বিকিনি পরা ছবি দিয়েই হেনস্তার শিকার হন শামা। তিনিও চুপ করে থাকেননি। কড়া জবাব দিয়ে জানিয়েছেন, ‘একজন মহিলার স্তন থাকে। পুরুষের থেকে সে কারণেই নারী আলাদা। আমারও স্তন আছে। এবং সত্যি বলতে তা সুন্দরও। জুসি বা মেলন যে নামে ডাকার প্রবৃত্তি হয় ডাকুন। আমার মনে হয় যাঁরা আমার শরীরের অঙ্গের নাম দেওয়ায় ব্যস্ত আছেন, তাঁরা সময় নষ্ট না করে অন্য কাজ করুন। স্তন আমারই এবং আমি তা পছন্দও করি।’ বডি শেমিংয়ের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী।


বডি শেমিং যেমন এই সময়ের একটা সমস্যা। তেমন অভিনেত্রীদের এই প্রতিবাদটাও মনে রাখার মতো। প্রতিবাদ করছেন বলেই নেটদুনিয়ায় কোথাও একটা লাগাম আছে। সম্প্রতি কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখার ডাক পেয়েছেন অভিনেত্রী এষা গুপ্তা। তিনিও কদিন আগেই বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন। এটাই বোধহয় পোয়েটিক জাস্টিস!


আরএম-২৭/১৪-০১ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: সংবাদপ্রতিদিন)

No comments:

Post a Comment