Tuesday, December 12, 2017

কোন ব্লাড গ্রুপে কোন রোগের ঝুঁকি বেশি There is no risk of any disease in the blood group

Symbolic pictures
The blood group is positive or negative, people are so worried over so long. In particular, blood group matching is a very important issue in marriage. Because the next generation of fitness depends on its exact match.

Otherwise, 'O' is negative. Then a big disease can easily sit and attack. Therefore, people of 'Negative group' have to be extra conscious in advance. However, it is not only negative or positive, depending on 'A', 'B', 'O' and 'AB' groups, depending on the type and nature of various diseases. Let the blood circulators of any group know that they have to be extra careful from some diseases.

1. Heart disease

Those who have blood group AB or B are at risk of heart disease or heart disease. And those people and group blood are less likely to be infected with this disease.

2. Ulcer

There is a greater risk of blood clots than those of others who are more likely to be infected than others.

The blood group of the group is more likely to have ulcers in the stomach ulcer.
3. Blood clots

There is a 30% risk of A & B group's blood rights. And those whose blood group and their blood clotting risk are less. And the AB group has blood, whose blood clotting risk is 20%. This can lead to stroke and heart attack.

4. Gastric cancer

The blood group of people of the group is less likely to have gastric cancer. But blood clots of other blood group groups and especially blood group of this group are very much at risk of gastric cancer.

5. Pancreatic cancer

The group's blood vessels are less likely to have pancreatic cancer. But blood group of this group has 32% risk of pancreatic cancer and the blood group of AB group is 51% likely to suffer from this cancer.

6. Memory weakness

Blame weaknesses can occur in the last age of blood group of AB group. According to research published in journal neurology, blood group AB, whose low level of performance in cognitive skills has earned fewer scores. It is known to have problems of memory due to the blood clotting block of AB group and some of the blood's protein-related problems. No full explanation of this is yet to be known.

7. mental pressure

The blood vessels of this group can not deal with stress easily. Because the blood vessels of this group are more likely to emit cortisol hormones. And the blood group of the group's blood is low in cortisol. But during their stress, they have extra adrenaline emissions. For this reason, they can not clean any cortisol on their system. As a result, they also can not cope with the pressure of manicures. For this reason, patients with such mental retardation have to take psychiatric care in close surveillance.

8. Blood group of B group blood is full of many bacteria

If your blood group is B then you are lucky. Because your body is full of many bacteria. But there is nothing to fear. These are all beneficial bacteria. They play an important role in keeping the digestion process strong and keeping dangerous bacteria away from them. There are more than 50 thousand bacterial bacteria in the blood group of B group or blood group of this group. That means blood grouping of B group is more digestible and immunity is also more powerful.

রক্তের গ্রুপ পজিটিভ না নেগেটিভ সেই নিয়েই এত দিন বেশি মাথা ঘামাতো মানুষ। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে রক্তের গ্রুপ ম্যাচিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর সঠিক ম্যাচিংয়ের ওপরই নির্ভর করে পরবর্তী প্রজন্মের সুস্থতা।  

এছাড়া যদি হয় 'ও' নেগেটিভ। তাহলে তো বড় অসুখ সহজেই হামলা করে বসতে পারে। তাই ‌'ও' নেগেটিভ গ্রুপের মানুষকে আগে থেকেই অতিরিক্ত সচেতন থাকতে হয়। তবে শুধু নেগেটিভ বা পজেটিভ নয়, 'এ', 'বি', 'ও' এবং 'এবি' গ্রুপের ওপরও নির্ভর করে নানা রোগের ধরণ ও প্রবণতা। আসুন জেনে নিই কোন গ্রুপের রক্তবহনকারীকে কোন কোন রোগ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

১. হৃদরোগ

যাদের রক্তের গ্রুপ এবি বা বি তাদের হার্টের রোগ বা হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকে প্রবল। আর যাদের ও গ্রুপের রক্ত তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।

২. আলসার

যাদের রক্তের গ্রুপ ও তাদের অন্য আর যে কারুর চেয়ে আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

ও গ্রুপের রক্তধারীদের পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি বেশি থাকে।
৩. রক্ত জমাট বাধা

এ ও বি গ্রুপের রক্তের অধিকারীদের ৩০% ঝুঁকি থাকে এই সমস্যা হওয়ার। আর যাদের রক্তের গ্রুপ ও তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি কম। আর এবি গ্রুপের রক্ত আছে যাদের তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি ২০%। এ থেকে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে।

৪. গ্যাস্ট্রিক ক্যান্সার

ও গ্রুপের রক্তধারী লোকদের গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার ঝুঁকি কম। কিন্তু অন্যান্য রক্তের গ্রুপধারীদের এবং বিশেষ করে এ গ্রুপের রক্তধারীদের গ্যাস্ট্রিক ক্যান্সার ঝুঁকি অনেক বেশি।

৫. অগ্ন্যাশয়ের ক্যান্সার

ও গ্রুপের রক্তধারীদের অগ্ন্যাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম। কিন্তু এ গ্রুপের রক্তধারীদের অগ্ন্যাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি ৩২% আর এবি গ্রুপের রক্তধারীদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫১%।

৬. স্মৃতির দুর্বলতা

এবি গ্রুপের রক্তধারীদের শেষ বয়সে গিয়ে স্মৃতির দুর্বলতা দেখা দিতে পারে। জার্নাল নিউরোলজিতে প্রকাশিত গবেষণা মতে, যাদের রক্তের গ্রুপ এবি তারা জ্ঞানীয় দক্ষতার পারফর্মেন্স টেস্টে কম স্কোর পেয়েছেন। এবি গ্রুপের রক্তের জমাট বাধা এবং রক্তের প্রোটিনজনিত কিছু সমস্যার কারণে স্মৃতির এই সমস্যা হয় বলে জানা গেছে। এর পূর্ণ কোনো ব্যাখ্যা এখনো জানা যায়নি।

৭. মানসিক চাপ

এ গ্রুপের রক্তধারীরা মানসিক চাপ সহজে মোকাবিলা করতে পারেন না। কেননা এ গ্রুপের রক্তধারীদের দেহে কর্টিসোল হরমোনের নিঃসরণ হয় বেশি। আর ও গ্রুপের রক্তধারীদের দেহে কর্টিসোল নিঃসরণ হয় কম। কিন্তু মানসিক চাপের সময় তাদের দেহে অতিরিক্ত অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটে। যে কারণে তারা তাদের সিস্টেমে থাকা কোনো কর্টিসোল পরিষ্কার করতে পারেন না। ফলে তারাও মাননিসক চাপ মোকাবিলা করতে পারে না সহজে। এজন্য এই ধরনের মানসিক অবসাদের রোগীদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে মনোচিকিৎসা দিতে হয়।

৮. বি গ্রুপের রক্তধারীদের দেহ অসংখ্য ব্যাকটেরিয়ায় পূর্ণ

আপনার রক্তের গ্রুপ যদি হয় বি তাহলে আপনি ভাগ্যবান। কারণ আপনার দেহ অসংখ্য ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ। তবে ভয়ের কিছু নেই। এগুলো সব উপকারী ব্যাকটেরিয়া। এগুলো হজম প্রক্রিয়াকে শক্তিশালী রাখতে এবং বিপজ্জনক ব্যাকটেরিয়াদের দূরে রাখতে সহায়ক ভুমিকা পালন করে। বি গ্রুপের রক্তধারীদের দেহে ও বা এ গ্রুপের  রক্তধারীদের চেয়ে ৫০ হাজার গুন বেশি ভালো ব্যাকটেরিয়া থাকে। তার মানে বি গ্রুপের রক্তধারীদের হজমশক্তি বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি শক্তিশালী থাকে।

No comments:

Post a Comment