Sunday, November 26, 2017

পরীর ‘অন্তর জ্বালা’ মিটবে কি What is the intermission of the mother's heart?


Films 'Antar Jala' will be released on December 8. The film is managed by Malek Afsari. In the lead role of the film, the film starring Firma Mani

In the context of the picture, Malik Afsari said, 'Creating a picture of a director's heart is good. The irritation of an artist's heart is mixed with the character of the good story and present yourself. When I was shooting this photo, I saw that starvation in the heroine Parrot, I saw that hunger. '

While acting in this movie, the heroine's acting has broken a little bit of the irritation, Malik Afsari said, because she gave him a very powerful character. The way that he wanted to see in the story, he did the same thing. I think after watching this picture many people might think that we were not able to present correctly before that. She is an artist for which she does not have to change the story. He is capable of acting in any story. '

Actress Eli Mani said, 'I am trying to get involved with good deeds. Actually good story for a good picture, like reliable manufacturers. I got it in the movie 'Inner Jabala'. But an artist is satisfied only when the visitors of the country like her picture. If you like this image, then you will be able to finish the inner room. I want to work in such a good film, as well as the side of the picture, with the help of the audience, for whom we work.

Zayed Khan starred opposite Parineeti in the film. Directed by Malik Afsari, director of the film 'Antar Jala'. Besides, he wrote the script and dialogue of the film itself. Music operated by SI Tutul The film is being produced by ZK Movies.


আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি।

ছবি প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘একজন পরিচালকের অন্তরের জ্বালা ভালো একটি ছবি নির্মাণ করা। একজন শিল্পীর অন্তরের জ্বালা হচ্ছে ভালো গল্পের চরিত্রের সঙ্গে মিশে গিয়ে নিজেকে উপস্থাপন করা। আমি এই ছবির শুটিং করতে গিয়ে নায়িকা পরীর মধ্যে সেই অভিনয়ের জ্বালা দেখেছি, সেই ক্ষুধা দেখেছি।’

এই ছবিতে অভিনয় করতে গিয়ে নায়িকা পরীর অভিনয়ের অন্তরের জ্বালা কিছুটা হলেও মিটেছে মন্তব্য করে মালেক আফসারী বলেন, কারণ অনেক শক্তিশালী একটি চরিত্র তাকে দিয়েছি। গল্পে যেভাবে তাকে দেখতে চেয়েছি, সেই কাজটিই সে সেভাবেই করে দেখিয়েছে। আমার মনে হয় এই ছবিটি দেখার পর অনেকেরই মনে হতে পারে পরীকে এর আগে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। সে এমন একজন শিল্পী, যার জন্য গল্প পরিবর্তন করতে হয় না। যে কোনো গল্পে সে অভিনয় করতে সক্ষম।’

নায়িকা পরী মণি বলেন, ‘আমি চেষ্টা করছি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে। আসলে একটি ভালো ছবির জন্য ভালো গল্প, নির্ভরযোগ্য নির্মাতা চাই। ‘অন্তরজ্বালা’ ছবিতে আমি তা পেয়েছি। তবে একজন শিল্পী তখনই তৃপ্ত হন, যখন দেশের দর্শক তাঁর ছবিটি পছন্দ করেন। এই ছবিটি যদি দর্শক পছন্দ করেন তা হলেই অন্তরজ্বালা মিটবে। আমি যেমন ভালো ছবিতে কাজ করতে চাই, তেমনি ভালো যে কোনো ছবির পাশে চাই দর্শকদের সহযোগিতা, যাদের জন্য আমরা কাজ করি।’

ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান। ‘অন্তর জ্বালা’ ছবির কাহিনী রচনা করেছেন পরিচালক মালেক আফসারী। এ ছাড়া ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করছে জেড কে মুভিজ।

No comments:

Post a Comment