Sunday, December 10, 2017

ব্রিটেন জুড়ে তিন লাখের বেশি মানুষ রাস্তায় বসবাস করছে! More than 300,000 people live in the streets across Britain!


The country will be the first country in front of our eyes when it is said to be an advanced country, Qatar will remain in Britain. But in this country more than 300,000 people are forced to live in the streets. The number of homeless people in the country has increased for the past several years. Most of the homeless people are not living without shelter in the streets.

Britain is celebrating Christmas Eve The festival has already started. The authorities have taken steps to provide temporary arrangements for homeless people throughout the Christmas festival. Schools and colleges are closed during the holidays. During this time, initiatives have been taken to give shelter to the vacant class rooms of the homeless.

In the UK it is now severe winter. At night, sometimes around 5 degrees Celsius.

It can also fall below 5 degrees. The UK's Greater Manchester City Fire Service has opened their community rooms for homeless people. City Mayor Andy Barnham calls on community leaders, police, homeowners to take immediate action to overcome the crisis.
Barnham said many people of the country are celebrating the festival. But there are many people who do not have any way without sleeping in the street. They are very lonely, it's dangerous for them (sleeping in the street) and at the same time risky for life.

There is no cold or hot water system in the fire service community rooms. Not the convenience of the shop. Despite this, the county fire service spokesman Tony Hunter described as a "normal step" to provide emergency assistance to homeless people. He told Manchester Evening News, "For the last few years all the Greater Manchester Fire stations have been opened to the city's refugees. '

উন্নত রাষ্ট্র বললেই আমাদের চোখের সামনে যেসব দেশের ছবি ভেসে উঠবে তার প্রথম কাতারেই থাকবে ব্রিটেন। অথচ এই দেশটিতে তিন লাখের বেশি মানুষ রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে। গত কয়েক বছর ধরে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা অনেক বেড়েছে। এতটুকু আশ্রয় না পেয়ে এ গৃহহীনদের অধিকাংশের জীবনযাপন এখন রাস্তায়।

আসছে ক্রিসমাসে উদযাপনে মাতবে ব্রিটেন। এরইমধ্যে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। ক্রিসমাস উৎসব জুড়ে গৃহহীনদের সাময়িক একটা ব্যবস্থা করে দিতে পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ছুটির সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকে। এ সময়ে নিরুপায় গৃহহীনদের খালি শ্রেণিকক্ষগুলোতে আশ্রয় দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

ব্রিটেনে এখন তীব্র শীত। রাতে কখনো কখনো তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সামনে ৫ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। ব্রিটেনের বৃহত্তর ম্যানচেস্টারের শহরের ফায়ার সার্ভিস গৃহহীনদের জন্য তাদের কমিউনিটি রুমগুলো খুলে দিচ্ছে। শহরটির মেয়র এন্ডি বার্নহ্যাম এ সংকট দূরীকরণে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সম্প্রদায়ের নেতা, পুলিশ, বাড়ির মালিকদের ডেকেছেন।
বার্নহ্যাম বলেন, দেশের অনেকেই উৎসবের আমেজে মেতে আছেন। কিন্তু অনেকেই আছেন রাস্তায় ঘুমানো ছাড়া কোনো উপায় তাদের সামনে নেই। তারা খুবই একা, এটা (রাস্তায় ঘুমানো) তাদের জন্য বিপজ্জনক এবং একইসঙ্গে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

ফায়ার সার্ভিসের কমিউনিটি রুমগুলোতে ঠাণ্ডা কিংবা গরম পানির ব্যবস্থা নেই। নেই শোচাগারের সুবিধাও। তারপরও এখানে গৃহহীনদের আশ্রয়ের বিষয়টিকে কাউন্টি ফায়ার সার্ভিসের মুখপাত্র টনি হানটার জরুরি সহায়তা দেয়ার 'স্বাভাবিক পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছেন। ম্যানচেস্টার ইভনিং নিউজকে তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে সব বৃহত্তর ম্যানচেস্টারের ফায়ার স্টেশনগুলো শহরের উদ্বাস্তুদের জন্য খুলে দেয়া হয়েছে। '

No comments:

Post a Comment