Sunday, December 10, 2017

What will happen on December 17 in the world? ১৭ ডিসেম্বর কী ঘটবে পৃথিবীতে?


Recently, the asteroid collision with the Earth has been heard. Some believe it, but others are bluffing it as rumors. But most recently the space scientists expressed fear that something on the planet is going to happen on the 17th of December! Because scientists are worried about what could be the reason for the Earth's attack on meteorite and asteroids.

It is known that the name of an asteroid named 'Fathan 3200', in the name of Fethon, the god of Greek mythology. And it will be only 200 million miles away from the Earth's axis on December 17th. There is a possibility of damage, space scientists said. However, NASA scientists say that the volume of fathan currently 5-8 kilometer diameter, but it was even larger. It was broken several times in the sun as it collapsed and became smaller.

Earlier, NASA said that an asteroid was going to be confronted with the Earth in 2036. It can be destroyed in human civilization. According to NASA, the name of the asteroid Apophis

In 2004, the asteroid hit the first glance. After that, NASA scientists have been watching the asteroid for 17 years. And finally, they said, the asteroid will collide with Earth in 2036. Douchen Brown, a head of Washington's headquarters, has admitted to this news.
Steve Chesley, a NASA scientist and Paul God, was observing the asteroid since 2009. Then they came to the conclusion that on April 13, 2036, Apophis will hit the earth.
Dave Tholen, a scientist and his assistant, made the same claim. According to the news media, NASA also told about this clash on its website. But not only 2036, 2029 and 2068 will also fly very close to the Earth. Which also has the potential for huge damage.

সম্প্রতি বারবারই পৃথিবীর সঙ্গে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ তা বিশ্বাস করছেন, আবার অনেকে একে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে অতি সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ডিসেম্বরের ১৭ তারিখে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে! কারণ উল্কাপাত ও গ্রহাণুর আক্রমণে পৃথিবীর অবস্থা কী হতে পারে, তা নিয়েই চিন্তিত মহাকাশ বিজ্ঞানীরা।

জানা যায়, গ্রিক মিথলজির ধ্বংসের দেবতা ফেয়থনের নামানুসারেই একটি গ্রহাণুর নাম 'ফ্যাথন ৩২০০'। আর এটি ডিসেম্বরের ১৭ তারিখে পৃথিবীর অক্ষরেখা থেকে মাত্র ২০ লক্ষ মাইল দূর যাবে। তাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে নাসার বিজ্ঞানীরা বলছেন, ফ্যাথনের আয়তন বর্তমানে ৫-৮ কিলোমিটার ব্যাসের হলেও তা ছিল আরো বড়। বেশ কয়েকবার সূর্যের কাছে যাওয়ায় তা ভেঙে ভেঙে ছোট হয়ে যায়।

এর আগে নাসা জানিয়েছে, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে চলেছে একটি গ্রহাণুর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহাণুটির নাম অ্যাপোফিস।

২০০৪ সালেই প্রথম নজরে পড়েছিল গ্রহাণুটি। এরপর গত ১৭ বছর ধরেই গ্রহাণুটির দিকে নজর রাখছিলেন নাসার বিজ্ঞানীরা। আর শেষপর্যন্ত তারা জানালেন, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে গ্রহাণুটির। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ডুয়েন ব্রাউন নামে ওয়াশিংটনের হেডকোয়ার্টারের এক কর্মকর্তা।   
স্টিভ চেসলি নামে নাসার এক বিজ্ঞানী এবং পল খোদাস ২০০৯ সাল থেকে গ্রহাণুটির উপর পর্যবেক্ষণ চালাচ্ছিলেন। তারপরেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ২০৩৬ সালের ১৩ এপ্রিল পৃথিবীতে আঘাত হানবে অ্যাপোফিস। 
ডেভ থোলেন নামে এক বিজ্ঞানী এবং তার সহকারীরাও একই দাবি করেছেন। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নাসা তার ওয়েবসাইটেও এই সংঘর্ষের কথা জানিয়েছে। তবে শুধু ২০৩৬ সালই নয়, ২০২৯ এবং ২০৬৮ সালেও পৃথিবীর খুব কাছ থেকে উড়ে যাবে অ্যাপোফিস। যা থেকেও রয়েছে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা।   

No comments:

Post a Comment