Sunday, November 26, 2017

‘ধর্ষণে’ থমকে যায় মেহজাবিনের জীবন Mehzabin's life goes on stopping 'rape'


His life is stopped due to unexpected accident. Not the sunny rhythm of marriage, the path of strong disappointment and self-indulgence devour him. But Mehzabin wants to turn around with great confidence. Before rushing to the wedding, forgetting events like rape, forgetting the new life, he has stepped into the dream of new life.

At that time, Mehsabeen's classmate Sushma extended her hand to co-operation. Eventually, Sasma's familiarity with Sajma is familiar. Sajal wants to get Mehjabin as a companion to make him look beautiful in the future.

But after learning about the unexpected accident that happened in the life of Mehjabin, will Sajal be next to Mehjabin? The drama 'Anamika Neel Upadhyay' has been created in such a story. Drama was written and operated by exceptional stories and excellent thought. Toufique Elahi

Mehzabin played the role of a rapist in Anamika Neel Upadhyay. This Lux star says, "This character is absolutely new for me. Acting as a rapist was a lot more challenging for me. We tried 100 percent to represent our best by acting.

The creator Tawfiq Elahi has dedicated the drama to all the rape victims. His commentary, Harhamsai, shows that the victims of rape of Maupseel girls have chosen to take abusive suicide. Rape is a strict law for women to torture and prosecutors. Anamika Neel Upadhyay has been built to ensure the empowerment of women by committing suicide.

Besides Mehjabin, Sajal, Sushma Sarkar, Shelly Ahsan, Khalequzzaman and Nikul Kumar also spoke. According to the sources, the play will soon be broadcast on a private television.

অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় তার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের পথ তাকে গ্রাস করে। কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে চান মেহজাবিন। বিয়ের পিঁড়িতে বসার আগে ধর্ষণের মতো ঘটনা ভুলে নতুন জীবনের স্বপ্নে পা বাড়ান তিনি।

এমন সময় মেহজাবিনের সহপাঠী সুষমা তার দিকে সহযোগিতার হাত বাড়ান। ঘটনাক্রমে পরিচয় হয় সুষমার পূর্বপরিচিত সজলের সঙ্গে। ভয়াল অতীতকে পেছনে ফেলে আগামীকে সুন্দর করে সাজানোর জন্য মেহজাবিনকে সঙ্গী হিসেবে পেতে চান সজল।

কিন্তু মেহজাবিনের জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পর সজল কি মেহজাবিনের পাশে থাকবে? এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অনামিকার নীল উপাধ্যায়’। ব্যতিক্রমী গল্প আর চমৎকার ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ড. তৌফিক এলাহী।

‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। এই লাক্স তারকা নাটকটি নিয়ে বলেন, এই চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। ধর্ষিতার চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। অভিনয় দিয়ে নিজের সেরাটা উপস্থাপন করতে শতভাগ চেষ্টা করেছি।

নির্মাতা ড. তৌফিক এলাহী সকল ধর্ষিতা নারীদের উৎসর্গ করে নাটকটি নির্মাণ করেছেন। তার ভাষ্য, হরহামেশাই দেখা যায় ধর্ষণের শিকার মফস্বলের মেয়েরা লজ্জায় অপমানে আত্মহত্যার পথে বেছে নেয়। ধর্ষণ একটি নারী নির্যাতিন এবং নির্যাতনকারীদের বিচারের জন্য কঠোর আইন আছে। আত্মহত্যায় অনুৎসাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষে নির্মাণ করা হয়েছে অনামিকার নীল উপাধ্যায়।

মেহজাবিন, সজল, সুষমা সরকার ছাড়াও অভিনয় করেছেন শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ। শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment