Increasing pollution across the world, people are being affected regularly by new diseases. One of them is the problem of nose. Smoke made from tobacco products is the most harmful. Those who are taking tobacco, they are harmed by physical harm to people around them.
According to WHO, 10 percent of the total deaths due to indirect smoking in FY years.
Doctors say that there are many different types of allergic reactions to smoke. Whether it is due to pollution, or from the cooking fire. Even smoke burning mosquito burns can cause danger. Because of all these smoke, the risk of developing asthma, respiratory problems, increased.
They said that it is difficult to deal with this problem if the awareness is not increased. Therefore, parents need to be aware of keeping the child healthy.
In the face of public smoking, he himself will be sick, along with children and other people in the house will also suffer. It is important to remember that.
The role of the nose-ear is very important because of various diseases related to the lungs and it is very important that a part of experts like that. They say, if the problem of watering the nose stop, nose or ears, for a long time, then there can be many types of allergies. This causes respiratory problems. Risk of lung disease can increase. It is important to consult a doctor quickly without neglecting the problem of nose.
বিশ্ব জুড়ে দূষণ বাড়ায় নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তার মধ্যে অন্যতম হল নাকের সমস্যা। তামাকজাত দ্রব্য থেকে তৈরি হওয়া ধোঁয়া সব চেয়ে ক্ষতিকর। যারা তামাক সেবন করছেন, তাদের তো শারীরিক ক্ষতি হচ্ছেই সঙ্গে ক্ষতি হচ্ছে আশপাশে থাকা মানুষের।
হু-র রিপোর্ট অনুযায়ী, ফি বছর পরোক্ষ ধূমপানের জেরে মোট মৃতের ১০ শতাংশ শিশু।
চিকিৎসকেরা জানাচ্ছেন, ধোঁয়া থেকে নাকে নানা রকম অ্যালার্জি হয়। তা দূষণের কারণে হোক, বা রান্নার উনুন থেকে হোক। এমনকী মশা মারার ধূপ পুড়ে উৎপন্ন ধোঁয়াও বিপদ ডেকে আনতে পারে। এ সব ধোঁয়ার কারণে হাঁপানি, শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
তারা জানান, সচেতনতা না বাড়লে এই সমস্যার মোকাবিলা করা মুশকিল। তাই সন্তানকে সুস্থ রাখার জন্য বাবা-মাকে সচেতন হতে হবে।
প্রকাশ্যে ধূমপানের জেরে নিজে তো অসুস্থ হবেনই, সঙ্গে সন্তান-সহ বাড়ির অন্য মানুষেরাও ভুগবেন। সেটা মনে রাখা জরুরি।
ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে নাক-কানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। তারা জানাচ্ছেন, নাক বন্ধ, নাক কিংবা কান দিয়ে জল পড়ার মতো সমস্যা দীর্ঘ দিন ধরে থাকলে সেখান থেকে নানা ধরনের অ্যালার্জি দেখা দিতে পারে। যার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয়। ফুসফুস সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই নাকের সমস্যা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
No comments:
Post a Comment