Sunday, December 10, 2017

এ বছর কলকাতায় এগিয়ে জয়া Jaya in Kolkata this year

National Film Award-winning actress Jaya Ahsan He has gifted some spectacular movies in Dhaka movies. In addition to Bangladesh, the name has been written in Kolkata movies. Jaya is now popular face in Upper Bangla.

Jaya Ahsan, one of the leading actresses who have starred in the movie released in Calcutta this year, is one of the Jaya Ahsan Not only this, this actress is ahead of all. This information has been made in an influential media survey in India.

According to the report, the names of the best names of the year in Tollywood as the heroine are Jaya Ahsan and Sohini Sarkar. This year, Jaya Ahsan's important movie 'Bisrjan' has been released in Calcutta this year. Jaya showed her greatness in this. This year, filmmakers from Tollywood believe that they could not show any other Kolkata heroine this year.

This movie is a film from the National Film Awards, as well as in theater theaters, as well as urban audiences in the theaters. When other heroines did not understand the difference between good and bad films, Jaya Ahsan took the final warning about the selection of the movie. This is the reason Jaya, the leading filmmaker of the Kolkata filmmaker, will be in the next film.

Sohini Sarker is in the post-justice position. She started this year with 'Marriage Diaries' movie. Then, in the movie 'Durga Saha' and 'all the ghostoor', the critics of the movie got the praise of Sohini. Also included are Swastika Mukherjee, Arpita, Koyail, Srabanti, Paoli Dam, Nusrat and others.

Actress Zaya Ahsan is making a strong position in Kolkata's movie industry. Last year, she received the Telesign Award for Best Supporting Actress in Kolkata. The famous movie 'Rajkahini' directed by Shreejit Mukherjee of Calcutta. Jaya received the award by playing Rubina in the movie.

This year his 'Bisaran' won the Indian National Film Award. Apart from this, Jaya Ahsan won the Best Actress Award for the International Bengali Film Award (IBFA) Critic for the year 2009.

The recently released film 'Love Town' has been released in Jaya. After the release of the film, Vaasen Jaya praised.


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। ঢাকাই চলচ্চিত্রে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি নাম লিখিয়েছেন কলকাতার চলচ্চিত্রে। ওপার বাংলাতেও জয়া এখন জনপ্রিয় মুখ।

চলতি বছর কলকাতায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমায় যেসব গুণী অভিনেত্রীরা অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম জয়া আহসান। শুধু তাই নয় সবার চেয়ে এগিয়েও রয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের জরিপে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নায়িকা হিসেবে টলিউডে বছরের সেরা দুটি নাম জয়া আহসান ও সোহিনী সরকার। কলকাতায় এ বছর জয়া আহসানের গুরুত্বপূর্ণ সিনেমা ‘বিসর্জন’। এতে জয়া তার দাপট দেখিয়েছেন। যা এ বছর কলকাতার অন্য কোনো নায়িকা দেখাতে পারেননি বলে মনে করছেন টলিউডের চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এই সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে ইফিতি স্কিনিং, পাশাপাশি শহুরে দর্শকরাও সিনেমাটি দেখতে উপচে পড়েছিলেন প্রেক্ষাগৃহে। অন্য নায়িকারা যখন সিনেমার ভালো-মন্দের ফারাক বোঝেননি তখন জয়া আহসান সিনেমা নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছেন। ঠিক এই কারণেই কলকাতার সিনেমার অধিকাংশ নামী পরিচালকদের পরবর্তী চলচ্চিত্রে থাকছেন জয়া।

জয়ার পরের অবস্থানে রয়েছেন সোহিনী সরকার। ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমার মাধ্যমে চলতি বছর শুরু করেছিলেন তিনি। এরপর ‘দুর্গা সহায়’ ও ‘সব ভূতুরে’ সিনেমায় সমালোচকদের ঢের প্রশংসা কুড়িয়েছেন সোহিনী। এছাড়াও এ তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখার্জি, অর্পিতা, কোয়েল, শ্রাবন্তী, পাওলি দাম, নুসরাত প্রমুখ।

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ছেন অভিনেত্রী জয়া আহসান। গত বছর সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কলকাতার টেলিসিনে পুরস্কার পেয়েছিলেন তিনি। কলকাতার সৃজিত মুখার্জি পরিচালিত আলোচিত সিনেমা ‘রাজকাহিনী’। সিনেমাটিতে রুবিনা চরিত্রে অভিনয় করে এ পুরস্কার পেয়েছিলেন জয়া।

এ বছর তার ‘বিসর্জন’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়া এই সিনেমার জন্য ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন জয়া আহসান।

সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’। সিনেমাটি মুক্তির পর প্রশংসায় ভাসেন জয়া।

No comments:

Post a Comment