Wednesday, November 29, 2017

The UN Human Rights Council is sitting in a special session on the Rohingya issue রোহিঙ্গা ইস্যুতে বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ

United Nations Human Rights Council in Geneva (6 June, 2016)

UN Human Rights Council's senior officials are sitting in a special session on the Rohingya issue. The session was organized at the special request of Bangladesh and Saudi Arabia.

The next session will be held in Geneva on December 5.
The meeting will discuss the humanitarian situation in Myanmar and the bloody operation of its army against Rohingya Muslims. Council spokesman Rolando Gomez said on the information.



The army of Myanmar started the bloody operation in Rakhine last August. Rohingyas are victims of murder, rape and looting. After the campaign began, six lakh Rohingya fled to Bangladesh. Source: Business Insider

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ (৬ জুন, ২০১৭)

রোহিঙ্গা ইস্যুতে বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ ও  সৌদি আরবের বিশেষ অনুরোধে এ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

আগামী ৫ ডিসেম্বর জেনেভায় ওই অধিবেশন বসবে।
অধিবেশনে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি ও এর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো রক্তাক্ত অভিযানের বিষয়ে আলোচনা করা হবে। কাউন্সিল মুখপাত্র রোলান্দো গোমেজ এ তথ্য জানিয়েছেন।



গত আগস্টে মিয়ানমারের রাখাইনে রক্তাক্ত অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ ও লুটপাটের শিকার হয়। অভিযান শুরুর পর ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সূত্র : বিজনেস ইনসাইডার

No comments:

Post a Comment