Monday, December 11, 2017

পায়ের গন্ধ দুর করার কয়েকটা সহজ উপায় There are a few easy ways to remove the smell of the feet


At the beginning of the day, after going out of shoes, and out of the legs, All day sweats and dhalomala mixed with such a bad smell that the embarrassing condition of legs.

It's not just you, many have problems. What to do? Find out some tips before wearing shoes / sandals. This can eliminate the problem of stomach odor a lot without any trouble. Find out how to remove stinking shoes and sandals, both wear clothes.

Do in the case of shoes

1. First of all, wear clean socks daily, and never wear synthetic socks. Kittie is the best for you. On the other hand, you will get great benefits even after wearing a pair of shoes for two days.

2. Before wearing the shoes, deodorant spray the legs well. Then wear socks.

3. Before wearing the shoes, sprinkle the tolkam powder inside. Powder that can prevent sweating. Then wear shoes.

4. Do not wear too tight or too heavy shoes.

Do the case of wearing sandals

1. Take baking soda in water. Dry the water in the water and wash it well with your feet. Let the water dry itself.

2. Remove the inner side of the sandals with chips in it. The clothes are not too wet.

3. Now spray the deodorant in the legs. Then wear sandals. See, you will be easily released from the pain of bad stomach all day.

দিনের শুরুতে জুতো পরে বের হন আর দিনশেষে পা থেকে বের হয় বিকট দুর্গন্ধ। সারাদিনের ঘাম আর ধুলোময়লা মিলে এত বাজে গন্ধ হয় পায়ে যে রীতিমত বিব্রতকর অবস্থা।

এটা শুধু আপনার নয়, অনেকেরই সমস্যা। কী করবেন? জেনে নিন জুতো/স্যান্ডেল পরার আগের কিছু টিপস। এতে বিচ্ছিরি দুর্গন্ধের সমস্যা অনেকটাই দূর করতে পারবেন আপনি কোন ঝামেলা ছাড়াই। জেনে নিন জুতো এবং স্যান্ডেল, দুটি পরিহিত অবস্থাতেই দুর্গন্ধ দূর করার উপায়।

জুতো পরার ক্ষেত্রে যা করবেন

১. প্রথমত প্রতিদিন পরিষ্কার মোজা পরবেন, এবং কখনো সিনথেটিক মোজা পরবেন না। আপনার জন্য সুতিই সেরা। অন্যদিকে একই জুতো পর পর দুদিন পরা বাদ দিলেও দারুণ উপকার পাবেন।

২. জুতো পরার আগে পায়ে ভালো মত ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর মোজা পরুন।

৩. জুতো পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দিতে পারেন। তারপর জুতো পরুন।

৪. খুব বেশী টাইট বা খুব বেশী ভারী জুতো পরবেন না।

স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করবেন

১. পানিতে বেকিং সোডা গুলে নিন। সেই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিন। পানি নিজে থেকেই শুকোতে দিন।

২.কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নেবেন। কাপড় যেন খুব বেশী ভেজা না থাকে।

৩. এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর স্যান্ডেল পরুন। দেখবেন, সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন আপনি।

No comments:

Post a Comment