Wednesday, November 29, 2017

Gayle in the face of Bengali! গেইলের মুখে বাংলা!



If captain Mashrafe Bin Mortaza was on the crease, Chris Gayle stopped four-sixes. Why? Coach Tom Moody.

Mashrafe will be in attack, Gayle will accompany him. His chemistry was well acclaimed with captain Mash. After winning against Chittagong Vikings, Gayle claimed to be 'mash' himself. And told Mash, that Christopher (Gayle). Mash accepted it too.
Not only was the manga of Rangpur Now, like Tiger captain Mash, he started speaking Bengali Gayle was returning to the party after winning against Sylhet. Talking to Bangla in the party's Facebook page, he has been seen in Bengali.

Gayle said that his brother Man of the match (party's spinner Nazmul Islam Apu) Christopher Mash. InshaAllah Winning (Rangpur slogan).

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্রিজে থাকলে ক্রিস গেইল চার-ছক্কা মারা বন্ধ করে দেন। কেন? কোচ টম মুডির নির্দেশ।

মাশরাফি আক্রমণে থাকবেন, গেইল তাকে সঙ্গ দেবেন। অধিনায়কের ম্যাশের সঙ্গে তার রসায়নটা ভালোই জমে উঠেছে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের পর নিজেকে গেইল 'ম্যাশ' বলে দাবি করেছিলেন। আর ম্যাশকে বলেছিলেন, সেই ক্রিস্টোফার (গেইল)। ম্যাশও সেটা মেনে নিয়েছিলেন।
শুধু রংপুরের ম্যাশই হননি। এবার টাইগার অধিনায়ক ম্যাশের মতো তিনিও বাংলা বলা শুরু করে দিয়েছেন। সিলেটের বিপক্ষে জেতার পর দলের বাসে ফিরছিলেন গেইল। দলের ফেসবুক পেজের লাইভে বাংলায় কথা বলতে দেখা গেছে তাকে।

রংপুরের সমর্থকদের উদ্দেশ্যে গেইল বলেন, অাপু ভাই ম্যান অব দ্যা ম্যাচ (দলের স্পিনার নাজমুল ইসলাম অপু)। ক্রিস্টোফার ম্যাশ। ইনশাআল্লাহ। জয়ের লড়াই (রংপুরের স্লোগান)।

No comments:

Post a Comment