Sunday, November 26, 2017

চুম্বনের ভিডিও: মালিয়া ওবামার পাশে ইভাঙ্কা থেকে চেলসি Kiss video: Chelsea from Ivanka next to Malia Obama



A debate has begun with a video of US President Barack Obama's daughter Malaria kiss. However, alongside Malia, the current US President Donald Trump's daughter Ivanca Trump and former President Bill Clinton's daughters Chelsea Clinton

Both are accusing the news media of tweeting malaysia's personal life. At the same time, they have been accused of violating the personal privacy of the Obama girl, against the media.

Harvard University student, Obama's elder daughter Malia is kissing her classmate while watching a football match and smoking cigarette, a video published in US Conservative media The debate started with social media, the video has been viral.

More news: Laughing Trump by writing yourself 'Possible Year of the Year'

But President Trump's big girl, Evana, stood beside her in the debate surrounding Obama's daughter. In the tweet he wrote, "Maliao has the right to protect confidentiality like other older children of her college. She is in subtle So, the media should not have exceeded the level. "

In a short interview, Chelsea said in a tweet, "As a young girl, Malia Obama may have a personal life as a college girl. Why the media will turn nose into that secret. '


মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়ার চুম্বনের একটি ভিডিও নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তবে মালিয়ার পাশে দাঁড়িয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কন্যা চেলসি ক্লিন্টন।

দু’জনই টুইটে মালিয়ার ব্যক্তিজীবন নিয়ে সংবাদ মাধ্যম অতিরঞ্জন করছে বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে ওবামা কন্যার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও গণমাধ্যমের বিরুদ্ধে করেছেন তারা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ওবামার বড় মেয়ে মালিয়া একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তার সহপাঠীকে চুম্বন করছেন আর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছেন, এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে মার্কিন রক্ষণশীল সংবাদ মাধ্যমগুলোতে। এটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল হয়েছে ভিডিওটি।

আরও খবর: নিজেকে ‘সম্ভাব্য বর্ষসেরা’ লিখে হাসির খোরাক ট্রাম্প

তবে ওবামা কন্যাকে ঘিরে শুরু হওয়া এ বিতর্কে তার পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মেয়ে ইভানকা। টুইটে তিনি লিখেছেন, ‘ওর বয়সী কলেজের অন্য ছেলেমেয়েদের মতো গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে মালিয়ারও। সে সাবালিকা। তাই সংবাদ মাধ্যমের মাত্রা ছাড়িয়ে যাওয়া উচিত হয়নি।’

ইভানকার টুইটের কিছুক্ষণের মধ্যে চেলসি টুইটে বলেন, ‘একজন তরুণী হিসেবে, একজন কলেজছাত্রী হিসেবে মালিয়া ওবামার ব্যক্তিজীবন থাকতেই পারে। সেই গোপনীয়তায় মিডিয়া কেন নাক গলাবে।’

No comments:

Post a Comment