Sunday, January 14, 2018

সমকামিতার গল্প বলেছে যেসব সিনেমা The story of homosexuality tells the movies

There is no end to sexuality on sexuality. If she is gay, then poyabaro then powaboro They are 'criminals' in the eyes of society. May be more criminals than criminals. There is still no final solution to the 377 section on it. However, Indian cinema has started to thwart the support of homosexuality long ago. My Brother started from Nikhil, Chitrangada, has come back in many films about homosexuality. Now the Supreme Court has agreed to accept the application of homosexuals.

The Supreme Court on Monday said they will review the 377 system again. A three-member committee headed by Chief Justice Dipak Misra has said that homosexuals will not have to fear for the law. In view of an appeal, the court has issued this order. The applicants said they were afraid of the police because of the law. The Supreme Court, which is termed as "normal", was declared "unusual".

On the one hand, legal battles are being carried on in the four walls of the court, while on the other, the silver screen also costs relay after relay in favor of homosexuality. Indian film has shown courage by singing multiple gay pictures like My Brother, Nikhil, Chitrangada and Fire. My Brother Nikhil and Chitrangada showed homosexuality in a larger circle. And the photos of homosexuality in the picture of the same picture of the same house.



Fire
In 1996, the film was made by Deepa Mehta. He showed how the relationship between love can grow in the two wives of the house. Shabana Azmi and Nandita Das acted in both of these characters.

My Brother Nikhil
Onir was released in 2005. The relationship between Purab Kohli and Sanjay Suri is shown in the film. But the center of the picture was AIDS. One of these was AIDS. The film is made with its struggles.

Chitrangada
The film was directed by Rituparno Ghosh. He has always been sociological about homosexuality. So he was able to highlight the subject on the screen well. He took homosexuality to another level.

Homosexuality is not unusual. Normal. That's what the silver screen brings. But not only these three pictures. In many films like I Am, Aligarh, another love story has been supported for homosexuality.



যৌনতা নিয়ে এমনিতে ছুঁৎমার্গের অন্ত নেই৷ তার উপর যদি সমকামিতা হয়, তাহলে তো পোয়াবারো। সমাজের চোখে তারা ‘অপরাধী’। হয়তো অপরাধীদের থেকেও বেশি অপরাধ তাদের৷ তার উপর ৩৭৭ ধারা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সমাধান হয়নি। তবে ভারতীয় সিনেমা কিন্তু বহুদিন আগে থেকেই সমকামিতার সমর্থনে গলা ফাটাতে শুরু করে দিয়েছে। মাই ব্রাদার নিখিল থেকে শুরু করে চিত্রাঙ্গদা, অনেক ছবিতেই ঘুরে ফিরে এসেছে সমকামিতার কথা। এবার সুপ্রিম কোর্টও সমকামীদের আবেদন শুনতে রাজি হয়েছে৷

সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে ৩৭৭ ধারাকে তারা আবার রিভিউ করবে। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতত্বে ৩ সদস্যের কমিটি জানিয়েছে এবার সমকামীদের আইনের জন্য ভয় পেতে হবে না। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। আবেদনকারীরা জানিয়েছিলেন, আইনের কারণে তাঁরা পুলিশকে ভয় পান৷ যেটিকে “অস্বাভাবিক” হিসেবে প্রতিপন্ন করা হচ্ছিল, সেটিকেই “স্বাভাবিক” বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

একদিকে আদালতের চার দেওয়ালের মধ্যে সমকামিতা নিয়ে চলছে আইনি লড়াই, অন্যদিকে সিলভার স্ক্রিনও সমকামিতার সপক্ষে রিলের পর রিল খরচ করছে। মাই ব্রাদার নিখিল, চিত্রাঙ্গদা, ফায়ারের মতো একাধিক সমকামী ছবি করে সাহসিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সিনেমা। মাই ব্রাদার নিখিল ও চিত্রাঙ্গদা সমকামিতাকে বৃহত্তর বৃত্তে দেখিয়েছে। আর ফায়ার ছবিতে সমকামিতা এসেছে একই বাড়ির অন্দরমহলে।



ফায়ার
১৯৯৬ সালে ছবিটি বানিয়েছিলেন দীপা মেহেতা। তিনি দেখিয়েছিলেন, বাড়ির দুই বউয়ের মধ্যে কীভাবে গড়ে উঠতে পারে ভালোবাসার সম্পর্ক। এই চরিত্র দুটিতে অভিনয় করেছিলেন শাবানা আজমি ও নন্দিতা দাশ।

মাই ব্রাদার নিখিল
ওনিরের এই ছবিটি মুক্তি পায় ২০০৫ সালে। পূরব কোহলি ও সঞ্জয় সুরির মধ্যে এক সমকামিতার সম্পর্কের কথা দেখানো হয় ছবিতে। তবে ছবির কেন্দ্রবিন্দু ছিল এইডস। এর মধ্যে একজন ছিল এইডস আক্রান্ত। তার স্ট্রাগল নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

চিত্রাঙ্গদা
ছবিটি পরিচালনা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। সমকামিতা নিয়ে তিনি বরাবরই সেনসেটিভ। তাই পর্দায় বিষয়টিকেও তিনি পর্দায় সুচারুভাবে তুলে ধরতে পেরেছিলেন। সমকামিতাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন তিনি।

সমকামিতা অস্বাভাবিক নয়। স্বাভাবিক। সেই কথাই তুলে এনেছে সিলভার স্ক্রিন। তবে শুধু এই তিনটে ছবিই নয়। আই অ্যাম, আলিগড়, আরেকটি প্রেমের গল্পের মতো অনেক ছবিতেই সমকামিতার সমর্থন করা হয়েছে।

No comments:

Post a Comment