Thursday, January 25, 2018

অতিরিক্ত ভিটামিন যেসব ক্ষতি করে Excessive Vitamin damage

The right amount of vitamins needed for healthy body. And it comes from a balanced diet. But there is no time in busy daytime, nor does it have the right diet. Fatty supplements to meet vitamin deficiencies. Take a look at what additional vitamin supplements can do to harm the body.

There is no pair of powerful antioxidant vitamin A in order to keep eyes healthy and cure nerves. Recently, experts from the National Cancer Institute of the United States said that taking this supplement is of greater risk of lung cancer. There may be various problems with the liver.

Vitamin B-6 builds resistance to body. It provides energy with Experts say that if you take this supplement in excess of 100 milligrams a day, the chances of nervous system increase. The risk of various skin diseases and heart disease can increase.



Vitamin C is a strong antioxidant. Doctors recommend eating more fresh vegetables and fruits to meet this vitamin deficiency. To compensate for the deficiency of balanced diet, the chances of kidney stones can increase.

Vitamin E supplementation can increase the risk of dementia. Johns Hopkins University experts say this. According to them, heart disease can be stopped if this supplementation level is high. Can increase cancer risk.

Avoid any kind of multi-vitamins. Due to the increase in the likelihood of various diseases in the body, claims experts


সুস্থ শরীরের জন্য দরকার সঠিক পরিমাণ ভিটামিন। আর সেটা আসে সুষম খাদ্য থেকেই। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় না আছে সময়, না আছে সঠিক ডায়েট। ভিটামিনের ঘাটতি পূরণে মুঠো মুঠো সাপ্লিমেন্ট। অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট শরীরের কী কী ক্ষতি করতে পারে, দেখে নিন এক ঝলকে।

চোখের স্বাস্থ্য ভাল রাখতে এবং স্নায়ু রোগ নিরাময়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ-র জুড়ি নেই। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অধিক মাত্রায় এই সাপ্লিমেন্ট নিলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে লিভারের নানা সমস্যা হতে পারে।

দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন বি-৬। সেই সঙ্গে জোগায় এনার্জি। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দিনে ১০০ মিলিগ্রামের বেশি এই সাপ্লিমেন্ট নিলে স্নায়ু রোগের সম্ভাবনা বাড়ে। নানাবিধ চামড়ার রোগ এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।



ভিটামিন সি হল শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। শরীরে এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য বেশি করে টাটকা সব্জি এবং ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সুষম খাদ্যের বদলে সাপ্লিমেন্ট দিয়ে এই ঘাটতি পূরণ করতে গেলে কিডনি স্টোনের সম্ভাবনা বাড়তে পারে।

ভিটামিন ই সাপ্লিমেন্ট অধিক মাত্রায় নিলে বাড়তে পারে মারণ রোগের ঝুঁকি। এমনটাই জানাচ্ছেন জনস হপকিনস ইউনিভার্সিটির বিশেষজ্ঞেরা। তাদের মতে, এই সাপ্লিমেন্টের মাত্রা অধিক হলেই হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বাড়তে পারে ক্যান্সারের আশঙ্কা।

সুস্থ থাকতে চাইলে এড়িয়ে চলুন যেকোনো রকমের মাল্টি ভিটামিন। শরীরে নানাবিধ রোগের সম্ভাবনা বাড়ে বলেই দাবি বিশেষজ্ঞদের।

No comments:

Post a Comment