Thursday, January 25, 2018

আপনি কি একজন বিরক্তিকর প্রেমিকা! Are you an annoying lover!



What is the rage in your relationship, the pressure of one's neck? Is it either my fault or not, do you have to follow this rule? Do you have to take your permission before doing anything? If you are such a lover, then life will soon come down to darkness.

If you think that these are for the sake of care, then today's report is for you. Actually as a lover you are more careful or shy life, your boyfriend, let's know-

1) Do you want to drink coffee or shopping, or to play or play before you go with your friends? And if he forgot to take permission, then the quarrel does not end. Your relationship is going on in an unrecognized rule. No matter what he does, you have to say it. Otherwise there will be no limits for your anger.



2) There is no word of forgiveness in your dictionary. You think, you are always right. If there is a quarrel over the issue, then you have to return to forgive for that. Such habits are never good for a relationship.

3) No sign of his own personality has kept you. When you see her massage box-then you see. He never wants to leave you alone. One thing is ready for him, and when he wants to spend some time with friends, he still does not leave to tease him.

4) Keeping the calculation of each of his money. Before buying anything, he asks you to buy it and you want to do that. And if he makes a mistake by buying something that he does not say, then it does not bind you to argue that it is worthless.

5) It is your wish that he perform all his tasks properly. He also works on your holidays, and he hopes for the week to prepare you for the job. And if he does not fill one of these, then it starts with rage.

If these 5 things above match you, then just start to change yourself. Neither wait for your boyfriend to change you.

আপনার সম্পর্কের মাঝে যত রাগ-অভিমান থাকে তার সবটুকু দোষ কি একজনের ঘাড়েই চাপে? হয় আমার দোষ নয়তো কারও না, এই নিয়ম মেনেই কি আপনার চলতে হয়? যে কোনও কিছু করার আগে আপনার অনুমতি কি অবশ্যই নিতে হয়? এরকম প্রেমিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জীবনে খুব শীঘ্রই নেমে আসবে অন্ধকার।

আপনি যদি মনে করেন, এসব অতি যত্নের খাতিরে হচ্ছে তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদন আপনার জন্য। আসলেই প্রেমিকা হিসেবে আপনি বেশি যত্নবান নাকি জীবন বীভৎস করছেন নিজের প্রেমিকের, আসুন জেনে নিন-

১) কফি পান করুক বা শপিং, ঘুরতে যাক বা খেলতে, বন্ধুদের সাথে যাবার আগে একবার হলেও আপনার পারমিশন নিতেই হবে? আর ভুলে যদি সে পারমিশন নিতে ভুলে যায়, তাহলে ঝগড়া যেন আর শেষ হয় না। একটা না বলা রুলসে আপনাদের সম্পর্ক চলছে। সে যাই করুক না কেন, তা আপনাকে বলেই করতে হবে। নয়ত আপনার রাগের সীমা থাকবে না।



২) আপনার ডিকশনারিতে ক্ষমা নামের কোনও শব্দই যেন নেই। আপনি মনে করেন, আপনি সবসময় সঠিক। কোন বিষয় নিয়ে ঝগড়া হলে সেটার জন্য তাকেই মাফ চেয়ে ফিরতে হয় আপনার কাছে। এরকম অভ্যাস কখনও সম্পর্কের জন্য ভাল হয় না।

৩) তার নিজের ব্যক্তিত্বের কোন চিহ্ন আপনি রাখেন নি। তার ম্যাসেজ বক্স আপনি যখন-তখন দেখেন। তাকে কখনও আপনি একা ছাড়তে চান না। তার জন্য একের-পর এক কাজ প্রস্তুত রাখেন, আর যখন সে বন্ধুদের সাথে কিছু সময় ব্যয় করতে চান, তখনও তাকে জ্বালাতন করতে ছাড়েন না।

৪) তার প্রতিটি টাকার হিসাব আপনি রাখেন। যে কোন কিছু কেনার আগে সে যেন আপনাকে জিজ্ঞেস করে কিনে এমনটাই আপনি চান। আর ভুল করে যদি সে না বলে কিছু কিনে ফেলে, তাহলে তা অযোগ্য বলে ঝগড়া করতেও আপনার বাঁধে না।

৫) সে যেন তার সকল কাজ সঠিকভাবে পালন করে, সেটাই আপনার কাম্য। ছুটির দিনেও সে যেন আপনার দেয়া কাজ করেই কাটায়, সে আশায় সাড়া সপ্তাহ তার জন্য আপনি কাজ প্রস্তুত করে রাখেন। আর সে যদি এর কোনও একটা পূরণ না করে, তাহলেই শুরু হয় রাগারাগি।

উপরের এই ৫ বিষয় যদি আপনার সাথে মিলে যায়, তাহলে এখনি নিজেকে বদলে ফেলতে শুরু করুন। নয়ত আপনার প্রেমিক কখন যেন আপনাকে বদলে ফেলে, সেই অপেক্ষায় থাকুন।

No comments:

Post a Comment