Tuesday, December 5, 2017

বহুতল ভবনে মৃতদের কবর! Many dead bodies buried in the building!

Symbolic pictures
Multistoried buildings are being built to bury the dead due to space crisis. Many countries from Brazil are designing a cemetery where the dead will be buried in the coffin in the place of multi-storey apartment building.

In the cities of Oslo, Verona, Mexico City, Mumbai and Paris, designing the upstairs cemetery is largely designed in the space crisis.

As the population of the population increases and death rates rise in the populated cities, the traditional methods of preserving the body are changing. Now, the geosynchronous cemeteries are being monitored for the maximum use of land, whose model is the sky-grave graveyard.

For the past 50 thousand years, about 101 billion people have lived and died in the world. Now that we are more than seven billion people, they may also have to join the previous dead in the next century.

The grave space crisis has reached this stage now that the vultures in India's funeral procession are being allowed to eat bodies. Many European countries have been permitted to burial in 15 to 20 years, but some residents have recently refused to remove their bodies. The situation is more compromised in the upper-caste Jewish and Muslim majority cities.

'Space shortage is an important issue.

There are some areas under my cover in London that do not have any cemeteries, "said Gary Burrows, the manager of East London City of London Cemetery and ChristmasMortium.
  
One study predicted that the number of graves and cemetery in 2010 will have to be expanded to 6,500 sq km of land in 2050, which is five times higher than the size of New York City.

The highest elevation cemetery is in Brazil's Santos Neckpole Ikamannike. This is an amazing 32 storey building, where the last address of 14 thousand people has been fabricated together. When it was first built in 1983, it was more modest. But because the demand for tombs is increasing, it is now expanding to a height of 108 feet (32 meters).

স্থান সংকটের কারণে মৃতদের কবর দিতে নির্মিত হচ্ছে বহুতল ভবন।  ব্রাজিল থেকে ইসরায়েল বেশ কিছু দেশ এমন সমাধিক্ষেত্রের নকশা করছে, যেখানে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের স্থানে স্থানে কফিনে মৃতদের কবর দেওয়া হবে।

অসলো, ভেরোনা, মেক্সিকো সিটি, মুম্বাই ও প্যারিসের মতো বিভিন্ন শহরে ঊর্ধ্বমুখী সমাধিক্ষেত্রের এ ডিজাইন করা হচ্ছে মূলত স্থান সংকটে।  

মানুষের জনসংখ্যা ক্রমবর্ধমান এবং জনবহুল শহরগুলোতে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মৃতদেহ সংরক্ষণে সমাধির প্রচলিত পদ্ধতিগুলো পাল্টে যাচ্ছে। এখন তাই ভূ-গর্ভস্থ সমাধিক্ষেত্রের চেয়ে ভূ-উপরিস্থিত জমির সর্বোচ্চ ব্যবহারে নজর দেওয়া হচ্ছে, যার মডেল আকাশমুখী কবরস্থান গড়া।  

গত ৫০ হাজার বছর ধরে প্রায় ১০১ বিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করেছেন ও মারা গেছেন। এখন আমরা যে সাত বিলিয়নেরও বেশি বেঁচে আছি, তাদেরকেও পরবর্তী শতাব্দীর মধ্যে আগের মৃতদের সঙ্গে যোগ দিতে হতে পারে।  

সমাধির স্থান সংকট এখনই এ পর্যায়ে পৌঁছেছে যে, ভারতের পারসিক অন্ত্যেষ্টিক্রয়ার টাওয়ারগুলোতে বসা শকুনগুলোকে মৃতদেহ খেয়ে ফেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। অনেক ইউরোপীয় দেশগুলোতে ১৫ থেকে ২০ বছরের মধ্যে ফের কবর ব্যবহারের নিয়ম থাকলেও সাম্প্রতিককালে কিছু বাসিন্দা স্বজনদের মরদেহ সরাতে অস্বীকার করছেন। উচ্চবর্ণের ইহুদি ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরগুলোতে পরিস্থিতি আরও সংকটাপন্ন।  

‘স্থান ঘাটতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

লন্ডনে আমার আওতায় এমন কয়েকটি এলাকা রয়েছে, যেগুলোতে কোনো কবরস্থান নেই’- বলেন পূর্ব লন্ডন সিটি অব লন্ডন সিমেট্রি অ্যান্ড ক্রিসমোরেটিয়ামের ব্যবস্থাপক গ্যারি বুর্কস।
  
এক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০১০ সালে যে সংখ্যক কবর ও কবরস্থান রয়েছে, ২০৫০ সালে সেগুলোকে ভূখণ্ডের দিকে আরও ৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার সম্প্রসারিত করতে হবে, যা নিউইয়র্ক সিটির আকারের চেয়ে পাঁচগুণ বেশি।  

সবচেয়ে বেশি উচ্চতার কবরস্থান রয়েছে ব্রাজিলের সান্তোসের নেকোপোল ইকাম্যানিকায়। এটি একটি বিস্ময়কর ৩২তলা ভবন, যেখানে ১৪ হাজার মানুষের শেষ ঠিকানা একসঙ্গে গড়া হয়েছে। ১৯৮৩ সালে যখন এটি প্রথম নির্মিত হয়েছিল, তখন আরো শালীন ছিল। কিন্তু সমাধির চাহিদা বাড়তে থাকায় এটি এখন ১০৮ ফুট (৩২ মিটার) উচ্চতায় সম্প্রসারিত হচ্ছে।

No comments:

Post a Comment