Sunday, November 26, 2017

ব্রেকআপের পরে মেয়েরা গোপনে যে কাজগুলো করে! After breakup girls do secret tasks!


If there is a breakup, then all of a sudden the wounds are created in the mind. Though there is a smile on the face, there is trouble within. Find out exactly what women do to overcome this problem.

► Drinking or decreasing the pain. From this point of view, after the break-up, women at least once drank alcohol.

► Social media is confident at this time. After the break-up even after the breakup of the partner, or if he has a girlfriend or not, keep an eye on him.

► Your poet life awakens. Although he did not like to read poetry, his poet continued to think.

► In front of the social media and friends in front of themselves, they express themselves in such a way that they are free,

► After depressing the anger over a former lover, condemn the friend (especially male friend). Though do not think anything else in mind.

► Tender or try to think about a new person from Facebook and think about him. But if one goes for a break-up, then that relationship does not end. Because this new relationship is a refuge. The relationship will end when the need for shelter is over.

Go to shopping with friends.

► Cut hair to bring changes in life.

► Having no idea of ​​having a good value - trying to become 'bad' himself.

ব্রেকআপ হলে সবারই মনের কোনে একটু হলেও ক্ষত তৈরি হয়। মুখে হাসি থাকলেও, ভিতরে ভিতরে কষ্ট হয়ই। এই কষ্ট থেকে দূরে সরতে মহিলারা ঠিক কী কী করে জেনে নিন।

► মদ্যপান করলে নাকি কষ্ট কমে। এই ধারণা থেকেই ব্রেক আপে-এর পরে একবার অন্তত মদ্যপান করেন মহিলারা।

► সোশ্যাল মিডিয়াই এই সময়ে ভরসা। ব্রেক-আপেরও পরেও সঙ্গী কতটা সুখে আছেন, বা তাঁর আবার কোনও গার্ল ফ্রেন্ড হয়েছে কি না, তার উপর গোপনে নজর রাখেন।

► নিজের কবি সত্তা জাগিয়ে তোলেন। সে কবিতা পড়ার মতো না হলেও, নিজেদের কবি ভাবতে থাকেন।

► ভিতরে কষ্ট হলেও সোশ্যাল মিডিয়া ও বন্ধুদের সামনে নিজেকে এমন ভাবে প্রকাশ করেন যেন তিনি মুক্ত বিহঙ্গ।

► প্রাক্তন প্রেমিকের উপরে যত ক্ষোভ চেপে রাখার পরে, বন্ধুর (বিশেষ করে পুরুষ বন্ধু) কাছে নিন্দা করেন। যদিও মনে মনে কিন্তু অন্য কিছুই ভাবেন।

► টিন্ডার বা ফেসবুক থেকে নতুন কারোর সঙ্গে ঘোরা ও তাঁকে নিয়ে ভাবার চেষ্টা করেন। কিন্তু একটি ব্রেক-আপ থেকে বেরনোর জন্য আর একটি সম্পর্কে গেলে, সেই সম্পর্ক টেকে না। কারণ এই নতুন সম্পর্কটি আশ্রয় মাত্র। আশ্রয়ের প্রয়োজন শেষ হয়ে গেলেই সম্পর্কও শেষ হয়ে যাবে।

► বান্ধবীদের নিয়ে শপিং করতে যান।

► জীবনে পরিবর্তন আনতে চুল কেটে ফেলেন।

► ভাল থাকার কোনও মূল্য নেই— এই ধারণা পোষণ করে, নিজেও ‘খারাপ’ হওয়ার চেষ্টা করেন।

No comments:

Post a Comment