Tuesday, December 5, 2017

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অক্ষি, মুম্বাইয়ে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা Turns out Cyclone Axis, Mumbai-school-college closure announcement

Cyclone Axis coming towards India The effect of this has started in Mumbai since Monday evening, with very heavy rain. Tuesday also has heavy rain forecast. Maharashtra government has ordered to shut down schools and colleges as an advance alert.

Fisheries have been prohibited from going to sea due to tidal surge. Bimanmubai municipal corporation has also been prohibited from touring tourists on the beach. Hailstorm has already started with a storm in Mumbai, with a severe storm in Mumbai.

The record number of rain in the last 24 hours has been caused by cyclonic circulation in Mumbai. In the last decade, there was not so much rain in Mumbai in December. Earlier on December 12, 1967 recorded the amount of rainfall. Where the rainfall was about 31.4 mm in 24 hours.

It is to be noted that 20 people have already lost their life in Kerala and Tamil Nadu. On Wednesday morning, as a result of deep depression, Gujarat was not able to collapse on the coast.

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অক্ষি। এর প্রভাবে সোমবার সন্ধ্যা থেকেই মুম্বাইয়ে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। মঙ্গলবার সারাদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগাম সতর্কতা হিসেবে স্কুল ও কলেজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহন্মুম্বাইয়ের পৌর নিগমের পক্ষ থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে ইতিমধ্যেই নভি মুম্বাইয়ে প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয়েছে শিলাবৃষ্টি।

মুম্বাইয়ে ঘূর্ণিঝড় অক্ষির দাপটে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গত এক দশকে ডিসেম্বর মাসে কখনও মুম্বাইয়ে এত বৃষ্টি হয়নি। এর আগে ১৯৬৭ সালে ১২ ডিসেম্বর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। যেখানে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ৩১.৪ মিলিমিটার।

উল্লেখ্য, অক্ষির তাণ্ডবে ইতিমধ্যেই কেরালা ও তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছেন ২০ জন। বুধবার সকালে গভীর নিম্নচাপ হিসেবে গুজরাট উপকূলে আছড়ে পড়ার কথা অক্ষির।  

No comments:

Post a Comment