Cricketer Shakib Al Hasan and his wife Shishi couple played together in several commercials as models. Another new advertisement appeared in the dew.
But this time it was completely different that this lazhameyake.
Recently, a sabanera ad has seen dew. Kumariika Natashal Soap's ad that Shishir shared on its VeriPayed Facebook The presence of the beautiful dew is very impressive to the visitors.
It is worth mentioning that the popularity of his wife Shakib Umm Al Hasan dew like the all-rounder Shakib Al Hasan is similar to being seen in the eyes. So the acceptability of the dew is increasing day by day for the famous ad companies.
ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির দম্পত্তি একসঙ্গে মডেল হিসেবে বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। নতুন আরও একটি বিজ্ঞাপনে দেখা গেল শিশিরকে।
তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল এই লাস্যময়ীকে।
সম্প্রতি একটি সাবানের বিজ্ঞাপনে দেখা গেছে শিশিরকে। কুমারিকা ন্যাচারাল সোপ এর সেই বিজ্ঞাপনটি শিশির তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ারও করেছেন। বিজ্ঞাপনে সুন্দরী শিশিরের উপস্থিতি দর্শকদের দারুণ মুগ্ধ করেছে।
উল্লেখ্য,বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশিরের জনপ্রিয়তা চোখে পড়ার মতই। তাই বিশ্বখ্যাত বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর কাছে শিশিরের গ্রহণযোগ্যতাও দিন দিন বেড়েই চলেছে।
No comments:
Post a Comment