Wednesday, December 20, 2017

কনডম ছাড়া সহবাস করে ভেতরে বীর্যপাত হয়েছে কি পিল খেলে বাচ্চা হবে না Do not have sex without the condom and semen in the pellet?

Pure control regulation in pure language. This pill ad is called the "low-level" birth control pill which is completely "side effect". It is said that the low-level birth control pill. Actually, it has enough side effects. Sex life is very much related to married life. There are many things in life that you are not aware of. The foundation of building a planned family is to be so strong. The name of the relationship with family planning is 'control'. To say a little easier, "birth control". For this, "Cafetia of choice" This means that there is a cluster method of control. Knowing from there, choosing your preferred method. So the methods that are-

1) Pill,

2) Foam Tablet,

3) Neoplant,

4) Injection,

5) Ligation (tubetomy),

6) Copper,

7) Vasectomy (for male)

8) condom (for male)

9) IUD,

10) Lam (LAM).

The rules for eating pill
Birth control pills are usually made up of 21 or 28 pills. In case of 21 pills: From the first day of your monthly start of day you will have to eat 21 days, after 7 days break, after 21 days later. Remember that the pill will be eaten since the start of the monthly cycle, may not work if it is late.

In case of 28 pills: 28 pills have to be eaten in 28 days from the day you start your monthly cycle. If 28 ends, then the next month it will start, there is no break. Talk to your doctor or nurse to find out which pill or any contraception will be good for you. Your problem will not work in pill now anymore ... You can eat Tablet Emergency Pills. Urine pre-5-7 days after unprotected intercourse, after the period was missed, Color test should be seen whether the pregnancy has been done. If the report is positive, then it will be done again, otherwise it will be tested again within 5-6 days.

Emergency Pills Rules

● If the report is positive then the gynecologist will have to undergo the sonography of the abdomen to know if the embryo's age and pregnancy have been done in the uterus.

● In the womb of pregnancy 7-9, you will have to take medicine named Mifepristan first. Miskoprostol will eat at its 48-hour head. After this, the period of blades like period will start within 2-3 days. There will be stomach with. But you can keep him in two pain medicines.

What is menstruation after eating ipil?
● After two weeks of sonography, see if the abortion has been completed. Apart from this, if the bleeding continues for a little bit after eating the medication, there is pain in the stomach, even then the incomplete. Regarding the observation, it is necessary to scrutinize the situation by making the sunography and arranging for washing. Emergency Pills and Emergency Contraceptive Pills have no role to play. This medication prevents pregnancy from being behind the ovulation. In 150 hours of unprotected sexual intercourse, 150 mg levonorzistril tablet is eaten. Success rate played 95 percent in 24 hours.


শুদ্ধ ভাষায় জন্মনিয়ন্ত্রণকারী পিল। এই পিলের বিজ্ঞাপনে বলা হয় “স্বল্প মাত্রার” জন্ম নিয়ন্ত্রণকারী পিল যা সম্পূর্ন “পার্শ্বপ্রতিক্রিয়াহীন”।এই যে বলা হয়ে থাকে স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণকারী পিল। আসলে এর যথেষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বিবাহিত জীবনের সাথে মানুষের যৌন জীবন অতপ্রোত ভাবে জড়িত। সেই জীবনের নানা প্রাপ্তি অপ্রাপ্তি জড়িয়ে আছে আপনার জানা না-জানার উপর। পরিকল্পিত পরিবার গড়ে তোলার ভিত্তিটা তাই মজবুত হওয়া চাই। পরিবার পরিকল্পনার সাথে যে বিষয়ের সম্পর্ক রয়েছে তার নাম ‘নিয়ন্ত্রণ’। আরেকটু সহজ করে বললে, “জন্ম নিয়ন্ত্রণ”। এর জন্য রয়েছে “ক্যাফেটেরিয়া অফ চয়েস”। মানে নিয়ন্ত্রণের একগুচ্ছ পদ্ধতি। সেখান থেকে জেনে বুঝে নিজেদের পছন্দ মত পদ্ধতি বেছে নেয়া। তো যেসব পদ্ধতি রয়েছে সেগুলো হল-

১) পিল,

২) ফোম ট্যবলেট,

৩)নরপ্লান্ট,

৪) ইনজেকশন,

৫) লাইগেশন (টিউবেকটমি),

৬) কপারটি,

৭) ভ্যাসেকটমি (for male),

৮) কনডম (for male),

৯) আইইউডি,

১০) ল্যাম (LAM)।

পিল খাওয়ার নিয়মাবলী
জন্মনিয়ন্ত্রণ পিল সাধারনত ২১ অথবা ২৮টি পিল এর সমন্নয়ে তৈরি হয়। ২১ পিল এর ক্ষেত্রেঃ আপনার মাসিক শুরুর প্রথম দিন থেকে দিনে ১ টি করে খেতে হবে ২১ দিন, এর পর ৭ দিন বিরতি, এর পর আবার পর পর ২১ দিন। মনে রাখবেন মাসিক চক্র শুরু হবার সময় থেকেই পিল খেতে হবে, দেরি করলে কাজ নাও হতে পারে।

২৮ পিল এর ক্ষেত্রেঃ আপনার মাসিক চক্র শুরু হবার দিন থেকে একাধারে ২৮ দিন ২৮ টি পিল খেয়ে যেতে হবে। ২৮ টি শেষ হলে আবার পরবর্তী মাসের তা শুরু করতে হবে, কোনো বিরতি নেই। আপনার জন্য কোন পিল বা কোন গর্ভনিরোধ ব্যবস্থা ভাল হবে তা জানার জন্য আপনার ডাক্তার বা নার্স-এর সাথে কথা বলুন। আপনার সমস্যটি এখন আর পিল এ কাজ করবে না…. আপনি ট্যাবলেট ইমেরজেন্সী পিল খেতে পারেন। অসুরক্ষিত সহবাসের পর পিরিয়ড মিস হলে তার ৫-৭ দিনের মাথায় ইউরিনের প্রেগ। কালার টেস্ট করে দেখতে হবে গর্ভসঞ্চার হয়েছে কি না। রিপোর্ট পজিটিভ হলে তো হয়েই গেল, না হলে ৫-৬ দিনের মাথায় আবার পরীক্ষা করাতে হবে।

ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম

● রিপোর্ট পজিটিভ হলে ভ্রূণের বয়স ও গর্ভসঞ্চার জরায়ুতেই হয়েছে কি না তা জানতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শমতো তলপেটের সোনোগ্রাফি করাতে হবে।

● জরায়ুতে গর্ভসঞ্চার ৭-৯ সন্তাহের মধ্যে হলে প্রথমে মিফেপ্রিস্টন নামের ওষুধ খেতে হবে। তার ৪৮ ঘণ্টার মাথায় খেতে হবে মিসোপ্রোস্টোল। এর পর ২-৩ দিনের মধ্যে পিরিয়ডের মতো ব্লিডিং শুরু হয়ে যাবে। সঙ্গে পেটব্যথা থাকবে। তবে দু- একটা ব্যথার ওষুধেই তাকে আয়ত্তে রাখা যাবে।

আইপিল খাওয়ার পরে কি ঋতুস্রাব হয়?
● এর সপ্তাহ দুই পরে আরেকবার সোনোগ্রাফি করে দেখতে হবে গর্ভপাত সম্পূর্ণ হয়েছে কিনা। এ ছাড়া যদি ওষুধ খাওয়ার পর থেকে অল্প অল্প করে ব্লিডিং চলতেই থাকে, পেটে ব্যথা থাকে, তাহলেও ইনকমপ্লিট। অ্যাবরশনের কথা মাথায় রেখে সোনোগ্রাফি করে পরিস্থিতি যাচাই করে ওয়াশ করার ব্যবস্থা করতে হবে। আর ইমারজেন্সি পিল গর্ভ সঞ্চার হয়ে গেলে আর ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিলের কোনো ভূমিকা নেই। এই ওষুধ ওভিউলেশনকে পিছিয়ে গর্ভ সঞ্চার হওয়া আটকায়৷ ১৫০ মিগ্রা লিভোনরজেস্ট্রিল ট্যাবলেট খেতে হয় অসুরক্ষিত সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে। ২৪ ঘণ্টার মধ্যে খেলে সাফল্যের হার ৯৫ শতাংশ।

No comments:

Post a Comment