Wednesday, December 20, 2017

মেয়েদের নাভিতে লুকিয়ে আছে অনেক গোপন কথা There are many hidden things hidden in the girls' navel

Life is not only physical, but it is necessary to know which kind of people. How about a woman's character

Women's character is covered with the size of the navel, the secret of women.

Round shaped navel: Those who have a navel round, women are very naive and homely and are homey. Scripture says these women bring happiness and prosperity to the world.

Deep navel: Women who are deep in navel, they love to be friends. Scripture says that they bring happiness and prosperity to the world. Love does not deceive people.

ChandraKar Navi: According to the scriptures, it is better to stay away from males from those women who are like navel moon. Because they do not believe in anyone.

If the navel goes outwards: If a woman's navel goes outwards, they are very fortunate. Where they go, there is no shortage of wealth.

Although the inner part of the navel is very much outside: in that case the woman is very strict. It is also said that, being a mother, these women have to face problems.

Those whose navel is very sensitive: Their navel is very sensitive, they are very cheerful. They also have a smile on their faces in difficult situations.

As the woman's body is as attractive as it is, the woman's majaghasha body conjures up the mind at one moment. But only the beauty of the body is that of Kafi


শুধুমাত্র শারীরিক সৌন্দর্য দিয়ে তো আর জীবন চলে না, তাই জানা দরকার কে কেমন মানুষ। কোন মহিলার চরিত্র কেমন।

নাভির আকারের সঙ্গে জড়িয়ে রয়েছে মহিলাদের চরিত্রের গোপন কথা।

গোল আকৃতির নাভি : যাদের নাভি গোল হয়, সেই মহিলারা খুব সরল ও সাদাসিধে এবং ঘরোয়া হয়। শাস্ত্র বলছে, এই মহিলারা সংসারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আনে।

গভীর নাভি : যে মহিলাদের নাভি গভীর হয়, তারা বন্ধুত্ব করতে খুব ভালোবাসেন। শাস্ত্র বলছে, এরা সংসারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আনে। ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করে না।

চন্দ্রাকার নাভি : শাস্ত্র মতে, যাদের নাভি চাঁদের মতো, সেইসব মহিলাদের থেকে পুরুষদের দূরে থাকাই ভালো। কারণ এরা কারও উপর বিশ্বাস করেন না।

নাভি যদি বাইরের দিকে বেরিয়ে থাকে : যদি কোনও মহিলার নাভি বাইরের দিকে বেরিয়ে থাকে, তারা খুব সৌভাগ্যবতী হন। যেখানে এরা যান, সেখানে ধন-সম্পত্তির কোনও কমতি থাকে না।

যদিও নাভির ভিতরের অংশ অনেকটা বাইরে থাকে : সেক্ষেত্রে সেই মহিলা খুব কঠোর প্রকৃতির হয়। এটাও বলা হয়, মা হতে গিয়ে এই মহিলাদের সমস্যার সম্মুখীন হতে হয়।

যাদের নাভি খুব সেন্সিটিভ হয় : যাদের নাভি খুব সেন্সিটিভ, তারা খুব হাসিখুশি হয়। কঠিন পরিস্থিতিতেও মুখের হাসি বজায় থাকে এদের।

মহিলার শরীরের গড়ন যেমন আকর্ষণীয় হয়, তেমনই নারীর মাজাঘষা শরীর পুরুষের মন জয় করে নেয় এক মুহূর্তে। কিন্তু নারী-পুরুষের সম্পর্কে শুধুমাত্র কী শরীরের সৌন্দর্য কাফি

No comments:

Post a Comment