Sunday, November 26, 2017

নারীর দৈনিক স্ট্রেসের কারণ তার স্বামী! Women's daily stress is due to her husband!


 There is no way to deny that stress is more than a woman's life. Especially in the case of maternal strata. According to a survey, the mothers have a stress of 10 in 8.5. Not only that, many women acknowledge, rather than a child, husbands are rather big causes of stress in their lives.

Of the 7,000 mothers surveyed, 46 percent said they were more stressed due to their husbands. Many people say that husbands are not taking the burden of managing the child equally and burdening the work of the house. Even some of them say that the husband is like a child, he has a lot to take care of. They all agree on one thing, the whole thing about the marriage creates stress because it has to pay a lot of labor.

Some studies show that marriage is effective in health, it is effective in reducing the risk of heart attack and cancer. But for those who are not happy, it is not applicable to them. Even smoking habit is harmful for the heart, as well as an adulterous conjugal life, as harmful. Both of them have high risk of stroke and heart disease.

Depression can increase stress, child presence A 2009 study found that 9 out of every 10 couples were said to be deteriorated after the birth of their first child.

It is seen that the biggest reason for the mother's strokes is that they can not do all the work while taking care of husband and child. 60% of the women have seen it.

What can you do in such a situation? It is not possible to keep the bride completely stress-free. But it is possible to keep a good relation with the partner and maintain the family situation. Now, if we find that our life is a hundred strata of reasons can be found.

Try to reduce your stress, help the partner to help you, and to give less stress to each other. Above all, remember that you are married to each other, not because of any other reason.

এটা অস্বীকার করার উপায় নেই যে নারীর জীবনে স্ট্রেস অনেক বেশী। বিশেষ করে মাতৃত্বের স্ট্রেসের কথা বলতেই হয় এক্ষেত্রে। একটি জরিপ অনুযায়ী, মায়েদের স্ট্রেস থাকে ১০ এর ভেতর ৮.৫। শুধু তাই নয়, অনেক নারী স্বীকার করেন, সন্তানের চাইতে স্বামীই বরং তাদের জীবনে স্ট্রেসের বড় কারণ।

৭ হাজার মায়ের ওপর করা এই জরিপের মাঝে ৪৬ শতাংশই বলেন তাদের স্বামীর কারণে বেশী স্ট্রেস তৈরি হয়। অনেকেই জানান, স্বামীরা বাচ্চা সামলানো এবং ঘরের কাজের বোঝা সমানভাবে নিচ্ছেন না। এমনকি এটাও অনেকে বলেন, যে স্বামী হলো এক্সট্রা একটা বাচ্চার মতো, তার যত্ন করতেও অনেকটা ঝক্কি পোহাতে হয়। তারা সবাই একটা বিষয়ে একমত, বিয়ের পুরো ব্যাপারটাই স্ট্রেস তৈরি করে কারণ এর পেছনে অনেক শ্রম দিতে হয়।

কিছু কিছু গবেষণায় দেখা যায় যে বিয়ে স্বাস্থ্য ভালো করতে কার্যকরী, তা হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকরী। কিন্তু দাম্পত্যে যারা সুখী নন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এমনকি, ধূমপানের অভ্যাস হৃৎপিণ্ডের জন্য যেমন ক্ষতিকর, একটি কলহপূর্ণ দাম্পত্য তেমনই ক্ষতিকর। তাদের দুজনেরই স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বেশী থাকে।

দাম্পত্যে স্ট্রেস বাড়াতে পারে সন্তানের উপস্থিতি। ২০০৯ সালের এক গবেষণায় দেখা যায়, প্রতি ১০টি দম্পতির ৯টি থেকে বলা হয় প্রথম সন্তানের জন্মের পর তাদের সম্পর্কে অবনতি ঘটে।

দেখা যায়, মায়েদের স্ট্রেসের সবচাইতে বড় কারণ হলো স্বামী ও সন্তানের যত্ন নিতে গিয়ে তারা সব কাজ করে উঠতে পারে না। ৬০ শতাংশ নারীর ক্ষেত্রেই তা দেখা যায়।

এমন অবস্থায় কী করতে পারেন আপনি? দাম্পত্যকে পুরোপুরি স্ট্রেস-ফ্রি রাখা হয়ত সম্ভব নয়। কিন্তু সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখা ও পারিবারিক পরিস্থিতি সহনীয় রাখাটা সম্ভব। এখন আমাদের জীবনটাই এমন যে খুঁজতে গেলে স্ট্রেসের একশোটা কারণ পাওয়া যাবে।

নিজের স্ট্রেস কমানোর চেষ্টা করুন, সঙ্গী যেন আপনাকে কাজে সাহায্য করে তার ব্যবস্থা করুন এবং একে অপরকে কীভাবে কম স্ট্রেস দেওয়া যায় তা ঠিক করুন।  সর্বোপরি মনে রাখুন, যে একে অপরকে ভালোবাসার জন্যই আপনারা বিয়ে করেছেন, অন্য কোন কারণে নয়।

No comments:

Post a Comment