Wednesday, November 22, 2017

ঠিক সকাল ৭.৩০মিনিটের মিলন স্বাস্থ্যের জন্য খুবই ভালো


সকালে উঠতে অসুবিধা হয়। আলস্য আপনাকে ঘিরে ধরে। কিন্তু একটা তথ্য জানতে পারলে হয়তো আপনার এই আলস্য কেটে যেতে পারে। কি জানেন? একবার নিচের লেখাতে বুলিয়ে নিন চোখটা।

এক নয়া গবেষণা থেকে জানা গিয়েছে, সকালে যদি মিলনে লিপ্ত হন নারী-পুরুষ তাহলে তা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে সকালের সেই সময়টা হতে হবে ৭.৩০মিনিট।

এই গবেষণায় অংশগ্রহণকারী বেশিরভাগ জন জানায়, সকাল ৭.৩০মিনিটে যৌন সম্পর্কই নাকি চাপ কমায় এবং দিনের শুরুটা তাতে ভালো হয়। শুধু তাই নয়, সারাদিন তাতে মুডও ভালো থাকে।

এর পিছনে একটি কারণ বা যুক্তিও বের করা হয়েছে। মনে করা হচ্ছে, সকালে পুরুষদের টেস্টোটেরনের মাত্রা অনেকটাই বেশি থাকে। এর জন্য, জোশও বেশি হয়, যা মিলনকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

১০০০ জনের ওপর পরীক্ষা করে জানা যায় এর ফলে অন্যান্য কাজেও তাদের পারফরম্যান্স আগের তুলনায় নাকি অনেক ভালো। কথায় বলে কষ্টে কেষ্ট মেলে, তাই ভেবে দেখতে পারেন।

No comments:

Post a Comment