Wednesday, December 20, 2017

মধুর সম্পর্ক টিকিয়ে রাখতে জেনে নিন Be sure to maintain your sweet relationship

Is honey always sweet? Chance of Fifty-Fifth Maybe there should be a different talk of each other regarding why there is a bitter and annoying relationship at the beginning of the marriage where it is sweet and beautiful. For this reason, different factors also work, which can fracture about honey. It can be just for all types of relationships, not just married life. Below are the topics discussed:

Secret leaks: Many people believe in the way of life, you can talk about private matters, friends, family members, and other confidential talk. You believe it. But you have seen those things in between; Even in the crowded gatherings say. In this case, the person can become a laughing stock before everyone. As a result, the person will not talk to you any other day. Because he has lost his faith in you.

Suddenly, the scene of a scene: You can not have all the closest people in the way of life. So, where it can not be called 'Scene Crate' with it. Rather, it does not matter what your favorite person likes, why not take it, and solve it. If you want to live like a nearby person you will live.

Hiding addiction: A person can be addicted to various types of addiction, such as smoking, alcohol, alcohol, food, and phone. But they can not be hidden to nearby people. You may keep it secret, but if they find it then you can get disconnected. It also showed, you might have asked to leave it. You said to leave it without leaving it. If you find that, then your relationship with you can end forever.

Psychological deception: Someone may be mentally dependent on you. And in that opportunity you used him for any work. He is doing all your work by believing in you. But when he knows that you are cheating on him, that relationship will never be there. Many people say it is worse than sexual fraud.

Financial fraud: Your long-standing relationship with someone. As a result, he got his fierce belief. With this opportunity you borrow lumber money from him. If you do not, then he does not feel anything. But if you find that it is your betrayal, then that relationship may end in an endless way of life. Therefore, to protect any relationship, be aware of financial transactions.

Selfishness: Do not look at your own interests only for any purpose. Learn to evaluate your interests. Dependence on you is created only when the interests of each other are protected. For this reason, the relationship with whom remains. But when you know that you are extreme selfish then your relationship with someone will not last.

Running into danger: Your long association with someone Suddenly that person can be in danger and you can become a victim of help. But it was seen that, in his affliction, you are going back. From that danger he will be saved or not, he will never relate to you. So help as much as possible to the partner in distress.


মধুর সম্পর্ক কী সবসময় মধুর থাকে? ফিফটি-ফিফটি সম্ভাবনা। বিয়ের প্রথম দিকে সম্পর্ক যেখানে মধুর ও সুন্দর থাকে সেখানে তা কেন তিক্ত ও বিরক্তিকর হয়ে উঠে এ ব্যাপারে হয়তো একেক জনের একেক বক্তব্য থাকতে পারে। এজন্য আবার বিভিন্ন ফ্যাক্টরও কাজ করে যা মধুর সম্পর্কে ফাটল ধরায়। শুধু বিবাহিত জীবন নয়, সব ধরনের সম্পর্কের ক্ষেত্রেই এমনটি হতে পারে। নিচে সেসব বিষয় নিয়েই আলোচনা করা হলো :

গোপন কথা ফাঁস : জীবনে চলার পথে আপনাকে অনেকেই বিশ্বাস করে নিজের ব্যক্তিগত বিষয়, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য সম্পর্কে নানান গোপনীয় কথা বলতে পারেন। আপনাকে বিশ্বাস করেই তা বলে থাকেন। কিন্তু দেখা গেল সেসব কথা আপনি সবার মাঝে; এমনকি ভরা মজলিসে বলে দিচ্ছেন। এক্ষেত্রে ওই ব্যক্তি সবার সামনে হাসির পাত্রে পরিণত হতে পারেন। ফলে দেখবেন ওই ব্যক্তি আপনাকে আর কোন দিন কোন কথা বলবে না । কারন আপনার প্রতি তার বিশ্বাস উবে গেছে।

হঠাৎ কোনো দৃশ্যের অবতারণা :  জীবনে চলার পথে আপনার সবকিছুই কাছের মানুষদের ভালো নাও লাগতে পারে। তাই বলে যেখানে সেখানে তা নিয়ে ‘সিন ক্রেট’ করা যাবে না। বরং কোন জিনিসটি আপনার প্রিয় মানুষটির ভালো লাগে না, কেন লাগে না তা যাচাই করে সমাধানে আসতে হবে। পারলে কাছের মানুষদের মতো করেই জীবন-যাপন করতে হবে।

আসক্তির কথা লুকিয়ে রাখা : একজন ব্যক্তি নানা ধরনের নেশায় যেমন ধূমপান, অ্যালকোহল, মদ, খাদ্য, ফোনে আসক্ত থাকতে পারেন। তা বলে এসব কিন্তু কাছের মানুষদের নিকট গোপন করা যাবে না। আপনি হয়তো তা গোপন রাখেন অথচ তারা তা টের পেলে নিমিষেই আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এছাড়া দেখা গেল, আপনাকে হয়তো তা ছেড়ে দিতে বলেছে। আপনিও তা না ছেড়েই ছেড়ে দেওয়ার কথা বলেছেন। আর এ বিষয় যদি টের পায় তাহলে আপনার সঙ্গে তার সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যেতে পারে।

মানসিক প্রতারণা : কেউ হয়তো মানসিকভাবে আপনার উপর খুবই নির্ভরশীল। আর সে সুযোগে আপনি তাকে যখন তখন যেকোনও কাজে ব্যবহার করছেন। আপনার প্রতি বিশ্বাস রেখে সেও আপনার সব কাজই করে দিচ্ছে। কিন্তু যখন সে জানতে পারবে আপনি তার সঙ্গে প্রতারণা করছেন তখন সেই সম্পর্ক কখনোই থাকবে না। অনেকে একে যৌন প্রতারণার চেয়েও ভয়াবহ বলছেন।

আর্থিক প্রতারণা : কারো সঙ্গে আপনার বহুদিনের সম্পর্ক। ফলে আপনার প্রতি তার প্রচণ্ড বিশ্বাস জন্মেছে। এই সুযোগে আপনি তার কাছ থেকে কাঁড়ি কাড়ি টাকা ধার করছেন। আপনি না দিলেই তাতে সে মনে কিছুই করছে না। কিন্তু এটি যে আপনার প্রতারণা তা যদি সে টের পায় তাহলে চির জীবনের মতো সেই সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। তাই যেকোনও সম্পর্ক রক্ষা করার জন্য আর্থিক লেনদেনের ব্যাপারে সচেতন থাকতে হয়।

স্বার্থপরতা: যেকোনো কাজে শুধু নিজের স্বার্থটাই দেখবেন না। আপরের স্বার্থকে মূল্যায়ন করতে শিখুন। অপরের স্বার্থ সুরক্ষিত হলেই আপনার উপর নির্ভরশীলতা তৈরি হয়। এজন্য কার সঙ্গে সর্ম্পক টিকে থাকে। কিন্তু যখন কেউ জানবে আপনি চরম স্বার্থপর তখন কিন্তু কারও সঙ্গে আপনার সম্পর্ক টিকে থাকবে না।

বিপদে ফেলে পালিয়ে যাওয়া : কারো সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। হঠাৎ ওই ব্যক্তি বিপদে পড়তে পারে এবং সাহায্যের জন্য আপনার শরনাপন্ন হতে পারেন। কিন্তু দেখা গেল, তার বিপদে আপনি পিছনে হটে যাচ্ছেন। সেই বিপদ থেকে সে উদ্ধার পাক আর না পাক কখনোই সে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। তাই যতো সম্ভব সঙ্গীকে বিপদে সাহায্য করুন।

No comments:

Post a Comment