Sunday, November 26, 2017

পাউরুটি চুরির দায়ে ইঁদুরকে মদ খাইয়ে হত্যা Violence against rabbits for drinking robbery (video)

Only one piece of bread was eaten. The thief was punished by the thieves.

This is unauthorized access to the kitchen. Then steal the food again. So the last time the rat was not saved is the mouse.
The householder caught the trapped rat to get the trap. Tie four feet of rats and drink too much. Native is not absolutely foreign wine. After drinking alcohol, the mouse was burned. It is not the end here, the house owner who watches video on all of the punishments.

Then posted the social site by lifting the cellphone with burned rats.

With them, it should be used with all the rats. This incident of South-western China is now viral in the social media
এক টুকরো পাউরুটি খেয়েছিল শুধু। তাতেই বেজায় চটে চোর ইঁদুরকে চরম শাস্তি দিলেন গৃহকর্তা।

একে তো রান্না ঘরে অনধিকার প্রবেশ। তারপরে আবার খাবার চুরি। তাই আর শেষ রক্ষা হলো না সেই ইঁদুরের।  
ফাঁদ পেতে আসামী ইঁদুরটাকে ধরে ফেলেন গৃহকর্তা।   ইঁদুরের চার পা বেঁধে খুব করে মদ্যপান করান। দেশি নয় একেবারে বিদেশি ওয়াইন। মদ্যপান করানোর পর ইঁদুরটিকে পুড়িয়ে মারেন। এখানেই শেষ নয়, শাস্তি দেওয়ার সব দৃশ্য মোবাইলে ভিডিও করেন সেই গৃহকর্তা।  

তারপর পোড়া ইঁদুরের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেন।

তারসঙ্গে লেখেন সব ইঁদুরের সঙ্গে এই ব্যবহারই করা উচিত। দক্ষিণ-পশ্চিম চীনের এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

No comments:

Post a Comment