Monday, December 11, 2017

মদ্যপ অবস্থায় যৌন মিলনের ফল কতটা মারাত্মক হতে পারে জানেন? Can you know the consequences of sexual intercourse during alcoholism?

After the separation, most of the mistakes are made by people. But you do not forget it. Do not take refuge with Sura to forget the separation. And do not have any foot in the trap of sexual harassment. This leads to sadness, the books do not decrease so much. Because-

Transient- The fact that the earth is beautiful when two stomach falls in the stomach, the truth is that the earth is beautiful. But it is only for a short time. When the revelation comes back, the sorrow also returns twice as well. The mind becomes more hesitant about good and bad.

Lack of confidence - did you make a mistake? This question always keeps rotting on the head. Did you get involved in sex with the new man just because you got separated? Alcoholics did not do that? Can not find the answer in any way.

Untouchable- If alcohol is in the state then people do not have the senses. As a result, many people have been sexually abused without condoms. Both of them increased the probability of danger.

Dangerous - Not only for sexually transmitted diseases but also for other dangers. Do you have any credibility with the person you are sexually involved with? Can not she take your nude photos or videos? What could be thought of if it spread to the social media?

Obstetrics - Sexism improves fatigue due to alcoholism. If a stranger is a stranger, then the above possibilities are there as well as unknown partners, but there are no untoward pregnancies. You will become more tired of this.

Addiction - sounds strange even if it sounds strange. In many cases, alcoholism has become an addiction stage for sexual intercourse with strangers. This is also a mental illness. The moment of peace can put you in greater danger.

So be careful. There are many more ways to forget sadness. Try to keep them away from the depression. If you have too much problems, consult psychologists. But do not take alcohol.


বিচ্ছেদের পরই এই ভুলটা বেশিরভাগ মানুষ করে বসেন। কিন্তু আপনি ভুলেও তা করবেন না। বিচ্ছেদের ব্যথা ভুলতে সুরার আশ্রয় নেবেন না। আর তার বশে বেসামাল যৌনতার ফাঁদে একদম পা দেবেন না। এতে দুঃখ বাড়ে বই এতটুকু কমে না। কারণ-

ক্ষণস্থায়ী- দু’পেগ পেটে পড়লে পৃথিবী সুন্দর হয় এ কথা সত্য। তবে তা ক্ষণিকের জন্যই হয়ে থাকে। হুঁশ ফিরলে দুঃখও ফিরে আসে দ্বিগুণ হয়ে। ভাল-মন্দ নিয়ে মন আরও বেশি দ্বিধাগ্রস্ত হয়ে যায়।

আত্মবিশ্বাসের অভাব- আপনি কি ঠিক করলেন না ভুল করলেন? এই প্রশ্নই সবসময় ঘুরপাক খেতে থাকে মাথায়। কেবলমাত্র বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই কি আপনি নতুন মানুষটির সঙ্গে যৌনতায় লিপ্ত হলেন? মদ্যপ না হলেও কি তাইই করতেন? উত্তর কিছুতেই খুঁজে পাবেন না।

অসুরক্ষিত- মদ্যপ অবস্থায় থাকলে এমনিতেই মানুষের হুঁশ থাকে না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কন্ডোম ছাড়া যৌনতায় লিপ্ত হয়ে যান অনেকে। এতে দু’জনেরই বিপদের সম্ভাবনা বেড়ে যায়।

বিপজ্জনক- কেবল যৌনরোগই নয়, অন্যান্য বিপদের সম্ভাবনাও থাকতে পারে। যে মানুষটির সঙ্গে আপনি যৌনতায় লিপ্ত হচ্ছেন তার কি কোনও বিশ্বাসযোগ্যতা রয়েছে? সে কি আপনার নগ্ন ছবি কিংবা ভিডিও তুলে নিতে পারে না?  তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কী হতে পারে ভেবেছেন?

অবসাদ- মদ্যপ অবস্থায় যৌনতা অবসাদ আরও বাড়িয়ে দেয়। সঙ্গী অচেনা ব্যক্তি হলে উপরোক্ত সম্ভাবনাগুলি তো রয়েছেই পাশাপাশি চেনা সঙ্গী হলেও অযাচিত গর্ভধারণের সমস্যা থেকে যায়। এতে আপনি আরও অবসন্ন হয়ে পড়বেন।

আসক্তি- শুনতে আজব লাগলেও সত্যি। অনেক ক্ষেত্রেই মদ্যপ হয়ে অচেনা মানুষের সঙ্গে যৌন মিলন আসক্তির পর্যায়ে চলে যায়। এটাও কিন্তু একটা মানসিক রোগ। ক্ষণিকের শান্তি আপনাকে আরও বড় বিপদের মুখে ফেলে দিতে পারে।

তাই সাবধান হোন। মনে দুঃখ ভুলতে আরও অনেক পন্থা রয়েছে। সেগুলির মাধ্যমের অবসাদকে দূরে রাখার চেষ্টা করুন।  খুব বেশি সমস্যা হলে মনোবিদের পরামর্শ নিন। তবে মদের আশ্রয় কখনও নেবেন না।

No comments:

Post a Comment