Monday, December 11, 2017

কাশি থেকে রক্ষার সহজ টিপস! Easy Tips to Prevent Cough!

Most of the time we neglect cough when we cough. Most of the time it becomes chronic because of negligence. Many times we use the domestic method again to cure the cough. As a result cough increases Here are some simple tips, adhere to them. You will see that the cough will get better soon.

1. Avoid cold foods: Studies have shown that most colds cause cough due to ice cream or cold drinks. Although it is not yet known how to eat cold food how cough increases. Avoid cold foods as long as it is still completely correct. Of course, many doctors think cold foods or drinks dry out the lung level very quickly, so it is easier to increase infections.

2. Eat less food at night: People who are suffering from Gastroesophageal Reflux Disease (GERD) are more likely to eat cough than night by coughing. So, as soon as you get cough, finish the dessert, and keep in mind that the amount of food is less than the other day. There should be at least two hours between dinner and sleep.

3. Try to swim back in one side of the bed: it is very useful to sleep properly at night. Pushing back straight on the bed with a bed, but it will increase but cough increases. In fact, due to the swelling, the accumulated cough and colds are stored in the throat and the cough increases. So if you have cough, try to sleep on the side of one side.

4. Avoid fried foods: A type of acrolein is available from fried foods. This substance enhances coughing and throat excitement. So avoid fried foods when coughing is done.

5. Avoid Smoking: Smoking causes bronchitis to be caused by a cough. Playing cigarettes at this time increases the digestion of throat, and it takes too much time to cure. Besides, the risk of cancer increased a lot. At the same time if someone in your house ate a regular cigarette, it is equally harmful.

6. Stay away from caffeine beverages: Caffeine should be avoided completely if it is cough. Especially those people who have cough due to acidity can not eat caffeine. Although playing hot coffee may get some comfort for a while. But then more coughing will occur. 

কাশি হলে আমরা তা বেশিরভাগ সময় অবহেলা করি। বেশিরভাগ সময় অবহেলার কারণেই তা ক্রনিক হয়ে যায়। অনেক সময় আমরা আবার ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করি কাশি সারাতে। ফলে কাশি আরো বেড়ে যায়। কিছু সহজ টিপস দিচ্ছি‚ এগুলো মেনে চলুন দেখবেন কাশি অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।

১। ঠান্ডা খাবার এড়িয়ে চলুনঃ সমীক্ষা করে জানা গেছে বেশিরভাগ ঠান্ডা লাগার কারণ আইসক্রিম বা ঠান্ডা পানীয় খাবার ফলে কাশি বাঁধিয়েছ। যদিও এখনো জানা যায়নি ঠান্ডা খাবার খেলে কীভাবে কাশি বেড়ে যায়। কিন্তু তা হলেও যতদিন না সম্পূর্ণ ঠিক হচ্ছেন ততদিন ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। অবশ্য অনেক ডাক্তার মনে করেন ঠান্ডা খাবার বা পানীয় ফুসফুসের বাইরের স্তরকে খুব তাড়াতাড়ি শুষ্ক করে দেয়‚ ফলে সহজেই ইনফেকশন বেড়ে যায়।

২। রাতে কম খাবার খানঃ যে ব্যাক্তিরা Gastroesophageal Reflux Disease (GERD) রোগে আক্রান্ত তারা রাতে বেশি খাবার খেয়ে শুলে দেখা গেছে কাশি বেড়ে যাচ্ছে। তাই কাশি হলে যত তাড়াতাড়ি পারবেন নৈশ আহার শেষ করুন আর অন্যান্য দিনের থেকে খাবারের পরিমাণ ও যেন কম হয় সেটা মাথায় রাখুন। নৈশাহার আর ঘুমানোর মধ্যে যেন অন্তত দু’ঘন্টার ব্যবধান থাকে।

৩। বিছানায় এক দিকে ফিরে শোওয়ার চেষ্টা করুনঃ রাতে সঠিক ভাবে শোওয়াও খুব দরকারী। একেবারে বিছানার সঙ্গে পিঠ ঠেকিয়ে সোজা হয়ে শুলে কিন্তু কাশি বেড়ে যাবে। আসলে এইভাবে শোওয়ার ফলে সারাদিনের জমা হওয়া কফ আর সর্দি গলায় গিয়ে জমা হয় ফলে কাশি আরো বেড়ে যায়। তাই কাশি হলে এক দিকে পাশ ফিরে ঘুমোনোর চেষ্টা করুন।

৪। ভাজা খাবার এড়িয়ে চলুনঃ ভাজা খাবার থেকে Acrolein নামের এক রকমের পদার্থ বেরোয়। এই পদার্থ কাশি এবং গলা খুশখুশ বাড়িয়ে দেয়। তাই কাশি হলে ভাজা খাবার এড়িয়ে চলুন।

৫। ধূমপান এড়িয়ে চলুনঃ ধূমপান ব্রঙ্কাইটিস কাশি হওয়ার একটা কারণ মানা হয়। এই সময় সিগারেট খেলে গলা খুশখুশ বেড়ে যায়, এবং কাশি ঠিক হতেও সময় লাগে অনেক বেশি। এছাড়া ক্যানসার হওয়ার রিস্কও বেড়ে যায় অনেকটা। একই সঙ্গে আপনার বাড়িতে যদি আপনার সামনে কেউ নিয়মিত সিগারেট খায় সেটাও সমান ক্ষতিকারক।

৬। ক্যাফেইন বেভারেজের থেকে দূরে থাকুনঃ কাশি হলে ক্যাফেন একেবারে এড়িয়ে চলা উচিত। বিশেষত ওই ব্যক্তিদের যাদের অ্যাসিডিটির কারণে কাশি হয় তাদের ক্যাফেন না খাওয়াই উচিত। যদিও গরম কফি খেলে কিছুক্ষণের জন্য হয়তো আরাম পাবেন। কিন্তু পরে আরো বেশি করে কাশি হবে।

No comments:

Post a Comment