Monday, December 11, 2017

বয়সের পার্থক্য কম হলে সংসারের স্থায়িত্ব বেশি হয়! If the age difference is less then the durability of the family is high!



To maintain a pleasant relationship in a married life, the difference between husband and wife should be less. If the difference between husband and wife is less then the durability of the family is high, the ability to understand each other's mind increases. A delegation of Emory University in Atlanta, United States, released this information after conducting a survey of about 3,000 people.

Studies have shown that differences in separation between husband and wife increases with age difference. If the difference between husband and wife is 5 years, then their separation is likely to be 18 percent more than the same age group. If the difference of age is 10 years, then the probability of separation is 39% and the increase of 95% increases for 20 years. But the difference between relationship between husband and wife is largely dependent on divorce. The closer the relationship is, the less likely the separation is.

The study also said that the difference of separation decreased by 43 percent if the marriage span at least two years apart from the age difference. If it is 10 years together, it decreases by 94 percent.

The difference in age is not given in marriage in our country.

Although there is a difference between the ages of two, women may not be able to leave men due to their dependency. Even in the same room, the road length of the relationship of the mind is thousands of miles. Many people can not say exactly when the separation of mind does not break in paper. 

দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক বজায় রাখতে স্বামী ও স্ত্রীয়ের বয়সের পার্থক্য কম হওয়া উচিৎ। স্বামী-স্ত্রীর মধ্যে পার্থক্য কম হলে সংসারের স্থায়িত্ব বেশি হয়, একে অপরের মন বুঝে চলার ক্ষমতা জন্মায়।   মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল প্রায় তিন হাজার মানুষের উপর এক সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

গবেষণায় দেখা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য বাড়ার সঙ্গে বিচ্ছেদের হারও বেড়ে যায়। স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য ৫ বছর হলে তাদের বিচ্ছেদের আশঙ্কা সমবয়সী দম্পতির তুলনায় ১৮ শতাংশ বেশি। বয়সের পার্থক্য ১০ বছর হলে বিচ্ছেদের আশঙ্কা ৩৯ শতাংশ এবং ২০ বছর হলে ৯৫ শতাংশ বেড়ে যায়। তবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উপরও বিচ্ছেদের ব্যাপার অনেকাংশে নির্ভরশীল। সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে বিচ্ছেদের সম্ভাবনা ততই কম।

গবেষণায় আরও বলা হয়, বয়সের বেশি ব্যবধানে বিয়ের পরেও কমপক্ষে ২ বছর একসঙ্গে থাকলে বিচ্ছেদের আশঙ্কা ৪৩ শতাংশ কমে আসে। আবার ১০ বছর একত্রে থাকলে তা ৯৪ শতাংশ পর্যন্ত কমে আসে।

আমাদের দেশে বয়সের পার্থক্যকে সেভাবে বিয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না।

দু’জনের বয়সের মধ্যে পার্থক্য থাকলেও নির্ভশীলতার কারণে নারীরা পুরুষদের ছেড়ে যেতে পারেনা অনেকসময়। একই ঘরে থাকলেও মনের সম্পর্কের রাস্তার দৈর্ঘ্য হাজার মাইল দুরত্বের হয়ে থাকে। কাগজে কলমে বিচ্ছেদ না হলেও মনের বিচ্ছেদ কবে হয় তা অনেকে ঠিক করে বলতেও পারেন না।

No comments:

Post a Comment