Sunday, November 26, 2017

Partner is losing the desire for union? Not the reasons behind these reasons?


 After the first part of the love episode or the wedding, sex life was happily cutting. But as long as your partner is losing the desire of sexual intercourse. No one can understand his mind. This problem can be both male and female. Much of the time, murmur about it, the mind is too bad. Even think differently. Maybe someone is engaging in another partner.

Yes There is no point in thinking that such a possibility can not be blown away everywhere. On the daily life of the partner, the reluctance of his maternal dependence depends. What exactly is the desire to lose the partner of Milan? Let's know.

All day long: This event usually happens more for husband and wife. Many people who love to take a rest after returning home after fracture fracture. The body also wants that at that moment. But your mind may ask for something else. Relations experts say, in that case, the simple way is to open your mind directly to the partner. He must understand. Even if you do not understand it, you have to compromise keeping in mind the partner's hard work. But do not be uninformed to keep your mind alive.

Addiction to the video game: Is your boyfriend addicted to online games or video games? Then you have a bad reason. It may be astonishing to think that due to the video game, the reluctance of the partner to express themselves. But in many cases it happens. If it is day after day discuss the issues. Talking about old memories of mating can also pull the partner up.

Menstruation: During these five days of the month many women have expressed objection to Milan. Women are extremely mood swings during menstrual periods due to unbearable pain. That's why, let's keep your partner in my life for a long time.

Irregular sexual intercourse: In the same way, there is a similar problem in life as well as in other cases. Many times the partner objected to sexual intercourse. Probably could not move mentally. In the end, when you agree, you will be surprised at the reactions of the reversible man. Your objections for a long time have reduced their needs gradually. So every person has good regular sex life. And if the mind and body are content then the rest is also well. is not it?

Not satisfied with mating: see if your partner is happy to meet you? He is exactly what you are expecting from you, is it? Your apathy in Milan can curb the desire of her mate. In that case, you can try new sex positions to return to your sex life.

Addiction: If the partner is addicted to excessive pain, it can also have a bad effect in sex life. Many times he tried to find some things of pornography in his personal life. But if not, do not be satisfied. Again many people are so immersed in blue in the night that there is no desire for companionship.

প্রেম পর্বের প্রথমদিকে কিংবা বিয়ের পর যৌনজীবন বেশ সুখেই কাটছিল। কিন্তু যত দিন যাচ্ছে আপনার সঙ্গীটি ততই যেন সঙ্গমের ইচ্ছা হারাচ্ছেন। কোনওভাবেই তাঁর মন বুঝতে পারছেন না। এমন সমস্যা মহিলা ও পুরুষ উভয়েরই হতে পারে। অনেক সময় এ নিয়ে বচসা, মন খারাপও হয়। এমনকী মনে আসে অন্যরকম চিন্তা। হয়তো অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়ছেন পার্টনার।

হ্যাঁ। এমন সম্ভাবনা যেমন সবক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না, তেমনই শুধু এটিকেই কারণ বলে মনে করারও কোনও মানে নেই। পার্টনারের দৈনন্দিন জীবনের উপরও তাঁর সঙ্গমের ইচ্ছে অনিচ্ছে নির্ভর করে। ঠিক কী কী কারণে মিলনের ইচ্ছা হারান পার্টনার? চলুন জেনে নেওয়া যাক।

সারাদিনের খাটনি: এই ঘটনা সাধারণত স্বামী-স্ত্রীর ক্ষেত্রে বেশি ঘটে। সারাদিনের হাড়ভাঙা ক্লান্তির পর বাড়ি ফিরে সম্পূর্ণ বিশ্রাম নিতে ভালবাসেন অনেকে। শরীরও অবশ্য সেটাই চায় সেই মুহূর্তে। কিন্তু আপনার মন তো অন্য কিছু চাইতেই পারে। সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে সহজ উপায় হল পার্টনারকে সরাসরি নিজের মনের কথা খুলে বলুন। তিনি নিশ্চয়ই বুঝবেন। তা সত্ত্বেও না বুঝলে আপনাকেও সঙ্গীর পরিশ্রমের বিষয়টি মাথায় রেখে সমঝোতা করতেই হবে। তবে শুধু মন রাখতে অনিচ্ছাকৃত মিলনে লিপ্ত না হওয়াই ভাল।

ভিডিও গেমে আসক্তি: আপনার প্রেমিক কি অনলাইন গেম বা ভিডিও গেমে আসক্ত? তাহলে আপনার মন খারাপের কারণ রয়েছে। ভাবতে অবাক লাগতেই পারে যে ভিডিও গেমের কারণে সঙ্গী সঙ্গমে অনিচ্ছা প্রকাশ করছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। এটা দিনের পর দিন হতে থাকলে সমস্যাগুলি নিয়ে আলোচনা করুন। সঙ্গমের পুরনো কিছু স্মৃতির কথা বলেও পার্টনারকে কাছে টানতে পারেন।

ঋতুস্রাব: মাসের এই পাঁচটি দিন অনেক মহিলাই মিলনে আপত্তি দেখিয়ে থাকেন। অসহ্য যন্ত্রণা তো বটেই ঋতুস্রাব চলাকালীন মহিলাদের ভীষণভাবে মুড স্যুইং করে। সেই কারণে এই কটা দিন নিজের পার্টনারকে নিজের মতোই থাকতে দিন।

অনিয়মিত সঙ্গম: জীবনে কোনও জিনিসই যেমন অতিরিক্ত ভাল নয়, তেমনই উলটো ক্ষেত্রেও একই সমস্যা। অনেকবার পার্টনারকে সঙ্গমে আপত্তি জানিয়েছেন। মানসিকভাবে হয়তো এগোতে পারেননি। সেক্ষেত্রে শেষমেশ যখন রাজি হবেন, মন সায় দেবে, তখন উলটোদিকের মানুষটির প্রতিক্রিয়ায় চমকে যেতেই পারেন। দীর্ঘদিন ধরে আপনার আপত্তি তাঁর চাহিদাকে ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। তাই প্রত্যেক মানুষেরই নিয়মিত যৌনজীবন থাকা ভাল। আর মন ও শরীর তৃপ্ত থাকলে বাকি কাজও ভালভাবে হয়। তাই না?

সঙ্গমে তৃপ্ত নন: খেয়াল করে দেখুন তো আপনার পার্টনার আপনার সঙ্গে মিলনে সুখী তো? তিনি আপনার থেকে ঠিক যতটা প্রত্যাশা করছেন, তা পূরণ হচ্ছে তো? মিলনে আপনার ঔদাসীন্যতা তাঁর সঙ্গমের ইচ্ছা দমন করতে পারে। সেক্ষেত্রে নিজেদের যৌনজীবনে স্ফূর্তি ফেরাতে নতুন নতুন সেক্স পজিশন ট্রাই করতে পারেন।

পর্নে আসক্তি: পার্টনার যদি অত্যধিক পর্নে আসক্ত হন, সেক্ষেত্রেও তা যৌনজীবনে খারাপ প্রভাব পড়তে পারে। অনেক সময় পর্নোগ্রাফির কিছু বিষয় ব্যক্তিগত জীবনেও খোঁজার চেষ্টা করেন তিনি। কিন্তু তেমনটা না হলে তৃপ্ত হন না। আবার অনেকে রাত জেগে নীল ছবিতে এতটাই ডুবে থাকেন যে সঙ্গমের ইচ্ছাই থাকে না।

No comments:

Post a Comment