Dangers are not possible if you do not sleep at night. Thick ink in the eye Many people sleep again, but the ink does not remove from the eyes. This eye-ink plays twelve times of tender. Everyone asked, 'Did not sleep all night?' But this shame day is over. There are some tips for you that are inaccessible to remove your eye's ink.
1. Place the petals of kadam flowers and keep them for five to 10 minutes. The black spots in the eye below will be very much removed. If you do not get it, then the mint leaves or mint leaves
You can use it.
2. Keep two tea tablespoons refrigerated and wait for the spoons to become cold. If the spoon is cold, place the spoon on your eyes on the pillow. It has two advantages. It removes eye tiredness and helps to remove eye ink.
3. Put two cottons in a dry saucepan and keep it for fifteen minutes on your eyes.
4. Keeping the cold T bag on your eyes will yield good results. If you put a bag of green tea, the work will be faster.
5. Pour the potatoes and put them on the bottom of the eye. Use this paste for three to four days. Black spots will be removed.
6. Kazu can mix nuts with milk and paste them around the eyes.
7. You can get fast benefits even with massage of almond oil around your eyes.
রাতে ঘুম না হলেই বিপদ৷ চোখের তলায় পুরু কালি৷ অনেকের আবার ঘুম হলেও এই কালি দূর হয় না চোখ থেকে৷ পরিপাটি সাজের বারোটা বাজিয়ে দেয় এই চোখের কালি৷ সবাই জিজ্ঞাসা করে ‘সারারাত ঘুম হয় নি?’ লজ্জায় পড়েন আপনিও৷ তবে এই লজ্জার দিন শেষ৷ আপনার জন্য কিছু টিপস রইল যা আপনার চোখের কালি দূর করতে অব্যর্থ৷
১. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও
ব্যবহার করতে পারেন।
২. দুই চা চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।
৩. দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনেরো মিনিট রাখুন।
৪. ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভাল ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।
৫. খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।
৬. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।
৭. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।
No comments:
Post a Comment