Thursday, January 18, 2018

সম্পর্কের ক্ষেত্রে পুরুষের আবেগ কেন কম Why men's feelings are less in relation?

Samira and Akash love many years of love. But after the marriage all shuffle. Akash, after marriage, does not want to bother with Samira for a while. During the chat with friends or colleagues, most of the time spent in the cine.

When Sameera complained about the matter after returning home, then the sky lifted the matter. Samirera 'Emotional Flower' also said several times. As a result, Sameera suffered a lot of loneliness. Sometimes he thinks that this relationship may not be possible.

Many women suffer in relation to the relationship. Sometimes there is repentance, thinking that there is so much emotions in relation to relations, so why is Maya so alone? Is the emotion of men really low?

When a woman loves someone, she really loves all the emotion. Not only in love, but in every aspect of life, women's feelings are more than men. Even the same results were noticed in the study.

In the emotional field, this variation of men and women is revealed in the researchers' research in the University of Basel in Switzerland. According to them, due to the formation of the brain, men have differentiation with emotional direction.

Researchers from Switzerland researched a little different explanation of the research. According to them, there is another reason behind the decreasing emotions of the men: social

Samir Malhotra, director of the Department of Mental Health and Behavioral Science at Max Super Specialty Hospital, said, "In our society, men are urged to express their emotions from a very young age. Emotions are considered weaknesses. '

However, according to him, the situation changed somewhat, because earlier only women would come to discuss love problems. Now a small number of men take advice on the emotional problems of relationships.

However, researchers believe that women also have to understand the matter. The emotions of men and women are not the same. Most of the men are weak in the manifestation of love. And besides the expression of love there are many other important things that men prefer.

Especially, they are always more focused on workplace. At that time, it is not possible to express emotion when they get a wife or girlfriend phone. So they have advised both of them to become more and better mutual understanding in the relationship.



সামিরা আর আকাশের বেশ অনেক বছরের প্রেম। কিন্তু বিয়ের পরে সব এলোমেলো। বিয়ের পরে সামিরার সঙ্গে সময় কাঁটাতে যেন একটুও আগ্রহ পান না আকাশ। বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা কলিগদের সঙ্গে ফুর্তি করেই সিনের অধিকাংশ সময় কাটিয়ে ফেলেন।

বাড়ি ফেরার পরে সামিরা যখন বিষয়টি নিয়ে অভিযোগ করেন, তখন আকাশ হেসেই বিষয়টি উড়িয়ে দেন। সামিরাকে ‘ইমোশনাল ফুল’ও বলেছেন কয়েকবার। ফলে ভীষণ একাকীত্বে ভোগেন সামিরা। মাঝে মাঝে তার মনে হয়, এই সম্পর্ক হয়তো টেকানোই সম্ভব হবে না।

সম্পর্ক নিয়ে এমন ঝামেলায় ভোগেন অনেক নারীই। মাঝে মাঝে অনুশোচনাও হয় এটা ভেবে যে, সম্পর্কের প্রতি এত আবেগ, এত মায়া তার একারই কেন? পুরুষের আবেগ কি সত্যিই কম?

একজন নারী যখন কাউকে ভালোবাসেন, তখন সত্যিই সবটুকু আবেগ দিয়ে ভালোবাসেন। শুধু ভালোবাসার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীর আবেগ পুরুষের তুলনায় বেশি। এমনকি গবেষণাতেও একই ফলাফল লক্ষ্য করা গেছে।

আবেগের ক্ষেত্রে নারী-পুরুষের এই তারতম্য প্রকাশ পেয়েছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্যাসেল-এর গবেষকদের গবেষণায়। তাদের মতে মস্তিষ্কের গঠনের কারণে ইমোশনাল দিক দিয়ে নারীর সঙ্গে ভিন্নতা আছে পুরুষদের।

সুইজারল্যান্ডের গবেষকদের গবেষণাটির একটু ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ভারতের গবেষকরা। তাদের মতে পুরুষের আবেগ কম হওয়ার পেছনের আরেকটি কারণ হলো সামাজিক।

ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালের ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিয়ারাল সাইন্সের ডিরেক্টর সামির মালহোত্রা বলেন, ‘ আমাদের সমাজে খুব ছোট বেলা থেকে পুরুষদেরকে তাদের আবেগ প্রকাশ করতে মানা করা হয়। আবেগ প্রকাশকে দুর্বলতা মনে করা হয়।’

তবে তার মতে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে কারণ, আগে শুধু নারীরা ভালোবাসা সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে আসতেন। এখন স্বল্প সংখ্যক পুরুষও সম্পর্কের আবেগজনিত সমস্যা নিয়ে পরামর্শ নিয়ে থাকেন।

তবে গবেষকরা মনে করেন, নারীদেরকেও বিষয়টি বুঝতে হবে। নারী এবং পুরুষের আবেগ এক রকম হয় না। পুরুষ অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষেত্রে দুর্বল। আর ভালোবাসার প্রকাশ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোকে পুরুষরা প্রাধান্য দিয়ে থাকেন।

বিশেষ করে কর্মক্ষেত্রে ব্যাপারে তারা সবসময়েই বেশি মনযোগী থাকেন। সেই সময়টাতে হয়তো স্ত্রীর বা প্রেমিকার ফোন পেলে আবেগের প্রকাশ করা সম্ভব হয় না তাদের। তাই সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই আরও বেশি পরিণত হওয়ার এবং পারস্পরিক বোঝাপড়া ভালো করার পরামর্শ দিয়েছেন তারা।

No comments:

Post a Comment