Monday, January 15, 2018

শুক্রাণু বাছাইয়ে বাড়বে গর্ভধারণের সম্ভাবনা! Selection of sperm will increase the chance of pregnancy!

Many cases are seen in Azakal today, many women try not to be able to have children. An instrument discovered to solve this problem - which will help vigorous sperm select. This will increase the child's chances of holding the child several times. This device is named SPARTAN (Simple Periodic Array for Trapping and Isolation).

This machine is the result of many days of researchers from the Osterstate Polytechnic Institute and a group of researchers at Stanford University. Thiruppathiraja Chinnaswamy, a researcher at Stanford University, said the device has three-dimensional posts which prevent the sperm from moving. The most vigorous sperm could overcome this obstacle, he said. The powerful sperm of the machine will be stored in the outlet. This device is 4mm in width and 12-16mm long.

Ircan Tuzel, Associate Professor of Osterstate Polytechnic Institute, said that not only the high sperm of SPARTAN can be found, but also the standard sperm genes and DNA values ​​remain unchanged. Researchers say the use of this device in the IVF method will reduce the number of unsuccessful IVF. Many more children will get happiness. This time.

আজাকাল অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশ কয়েক বারের চেষ্টাতেও সন্তান ধারণ করতে সক্ষম হননা বহু নারী। এই সমস্যার সমাধানেই আবিষ্কৃত হয়েছে এমন একটি যন্ত্র- যা সবল শুক্রাণু বাছাই করতে সাহায্য করবে। এর ফলে কয়েকগুণ বেড়ে যাবে সন্তান ধারণের সম্ভাবনা। এই যন্ত্রটি নাম SPARTAN (সিম্পল পিরিওডিক আরে ফর ট্র্যাপিং অ্যান্ড আইসোলেশন)। 

ওরসেস্টর পলিটেকনিক ইনস্টিটিউট এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের বহু দিনের গবেষণার ফল এই যন্ত্রটি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক থিরুপ্পাথিরাজা চিন্নাস্বামী জানিয়েছেন এই যন্ত্রটিতে ত্রিমাত্রিক পোস্ট রয়েছে যা শুক্রাণুর গতিপথে বাধা সৃষ্টি করে। সবচেয়ে সবল শুক্রাণুই এই বাধা অতিক্রম করতে পারবে বলে জানিয়েছেন তিনি। যন্ত্রটির আউটলেটে জমা হবে সেই সব শক্তিশালী শুক্রাণু। এই যন্ত্রটি আকারে ৪ মিলিমিটার চওড়া এবং ১২-১৬মিলিমিটার লম্বা।

ওরসেস্টর পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইরকান তুজেল জানিয়েছেন, SPARTAN-এর সাহায্যে শুধুই যে উচ্চমানের শুক্রাণু পাওয়া যাবে তা নয়, এই সব শুক্রাণুর সাধারণ মর্ফোলজি এবং ডিএনএ-র মান অপরিবর্তিত থাকবে। গবেষকদের দাবি IVF পদ্ধতিতে এই যন্ত্রের ব্যবহার শুরু হলে কমবে অসফল IVF-এর সংখ্যা। অনেক বেশি দম্পতি সন্তান সুখ পাবেন।এই সময়।

No comments:

Post a Comment