Monday, January 15, 2018

কিছু কথা গোপন রাখাই ভালো It is good to keep things secret

Parents can create the biggest obstacle when relations are open. If there are janajani, then they are completely bent. Or, before fear of bad name, give the child's marriage before time. So, before the right time to love the consequences, it is good to keep the relationship behind the parents for a few days. Besides, it is better to keep things public in the public for self-reliance For example,

* Keep yourself humiliated. The news of humiliation spread like wildfire. A little humiliation comes back after being multiplied. So it is wise to put their own insults inside ourselves.

* Corruption develops from wealth. But wealth gives birth to lust. Lust of the end brings calamity to the end. No matter how much money is collected, it will lead to greed or redness in others. Therefore, the advice of the aracharya, never tell the wealth of your property. It is best to keep it secret.

* Bhakti is also not publicly called. Because devotees are devoted to self-sacrifice. It is self-isolated when it is released publicly.

* It is best to keep the donation secret at all times. Because charity can come to public, there may be confusion in the donor. Keep your own personal moments close to yourself. Other people may think of him as your weakness.

সম্পর্ক প্রকাশ্যে এলে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করতে পারেন অভিভাবকরা। জানাজানি হলে, হয় তারা সম্পূর্ণ বেঁকে বসেন। অথবা বদনামের ভয়ে সময়ের আগেই ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেন। তাই সঠিক সময়ের আগে প্রেমের পরিণতি ঘটাতে চাইলে, বেশ কিছুদিন সম্পর্কটিকে মা-বাবার আড়ালেই রাখা ভালো। তাছাড়া আত্মপ্রতিষ্ঠার জন্য কিছু বিষয় জনসমক্ষে গোপন রাখাই ভালো। যেমন-

* নিজের অপমানকে গোপন রাখা। অপমানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সামান্য অপমান তখন বহুগুণ হয়ে ফিরে আসে। তাই নিজের অপমানগুলিকে নিজের ভিতরে রাখাই বুদ্ধিমানের কাজ।

* সম্পদ থেকেই অনর্থ জন্মায়। কিন্তু সম্পদই মানুষের মধ্যে লালসার জন্ম দেয়। লালসা শেষ পর্যন্ত বিপর্যয়কে ডেকে আনে। যত সম্পদই আহরণ করুন না কেন, তা অন্যের মধ্যে লোভ বা লালসার জন্ম দেবেই। তাই অসুরাচার্যের উপদেশ, নিজের সম্পদের কথা কখনওই ফলাও করে বলতে নেই। তা গোপন রাখাই শ্রেয়।

* ভক্তি বিষয়টিও জনসমক্ষে বলে বেড়ানোর মতো নয়। কারণ ভক্তির মধ্যে নিহিত থাকে আত্মনিবেদন। তা প্রকাশ্যে এলে আত্ম-বিচ্ছিন্ন হয়।

* দান সব সময়ে গোপন রাখাই ভাল। কারণ দানকার্য জনসমক্ষে এলে দাতার মধ্যে আত্মম্ভরিতা দেখা দিতে পারে।  নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলিকে নিজের কাছেই রাখুন। অন্য লোক তাকে আপনার দুর্বলতা বলে মনে করতে পারে।

No comments:

Post a Comment