Monday, January 8, 2018

নতুন বছরে নিজেকে কী উপহার দিলেন কঙ্গনা‌ Kangana gave himself a gift in the new year

File images


Eventually, after 2017, in 2018, wishing to start fresh, Bollywood actress Kangana Ranawat wanted. So the new year welcomed the heroine, giving herself a new luxurious home in Manali, the northeast town of Himachal Pradesh.

On the verandah of the new storied house of Kangana, the eyes will glance at the summit of the snow-clad Himalayas. On the other side, the forested hill slopes The roof of the house and carabaranda ramp like the other five hilly areas of the hill area. Made with tile. White, gray, dark green and gray color home doors, window color white

The cottage behind the house is in the cold water in the hot coffee to chat with friends. On the side of the side, the big verandah in front of the house lifted by dividing the wall Kangana The part of a house surrounded by glass is the eating house. Inside the house, kitchen, bedroom, guest room.

Residents of Manali are excited about being the neighbors of their own state's successful heroine. Kangna, who lives in Surajpur, Himachal Pradesh, has always said that he wants to return to his state. Kangna will return to Mumbai soon after spending the winter in Manali, for her upcoming film Mnikarnika.


ঘটনাবহুল ২০১৭ সালের পর ২০১৮ সালে বোধহয় নতুন করে শুরু করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাই নতুন বছরকে এই নায়িকা স্বাগত জানালেন নিজের রাজ্য হিমাচল প্রদেশের নৈস্বর্গিক শহর মানালিতে নিজেকে নতুন বিলাসবহুল বাড়ি উপহার দিয়ে। 

কঙ্গনার নতুন দোতলা বাড়ির বারান্দায় দাঁড়ালেই চোখ চলে যাবে সামনে তুষারাবৃত হিমালয়ের চূড়ায়। আরেকদিকে অরণ্যঘেরা পাহাড়ি ঢাল। পাহাড়ি এলাকার আর পাঁচটা বাড়ির মতোই এই বাড়ির ছাদ এবং গাড়িবারান্দাও ঢালু। টালি দিয়ে তৈরি। খয়েরি, কালো, কালচে সবুজ আর ধূসর রঙের মিশেলে তৈরি বাড়িতে দরজা, জানলার রং সাদা। 

বাড়ির পিছনে একতলায় কাঁচঘেরা জায়গাটা শীতকালে গরম কফি হাতে বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য। তার পাশ দিয়ে বাড়িতে ঢোকার বড় বারান্দাটিকে দেওয়াল তুলে দুভাগ করেছেন কঙ্গনা। কোনের অংশ কাঁচ দিয়ে ঘিরে তৈরি হয়েছে খাওয়ার ঘর। ভিতরে বসার ঘর, কিচেন, বেডরুম, গেস্ট রুম।

নিজেদের রাজ্যের সফল নায়িকাকে প্রতিবেশী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মানালির বাসিন্দারা। জন্মসূত্রে হিমাচলের সুরজপুরের বাসিন্দা কঙ্গনা বরাবরই বলে এসেছেন, তিনি নিজের রাজ্যে ফিরতে চান। মানালিতে শীত কাটিয়ে খুব শীঘ্রই মুম্বাই ফিরবেন কঙ্গনা, তার আগামী ছবি মণিকর্ণিকা’‌র জন্য। 

No comments:

Post a Comment