Wednesday, January 24, 2018

জাস্ট কয়েকটা নিমপাতা, এইসব সমস্যা নিমেষে দূর Just a few nipatapata, these problems are far away

There are a lot of things around us, which will always be used forever. And there are plenty of benefits in the Nempatha. Just playing some nimapata regulatory, the disease will be far away.

To eradicate worms in children's stomach. Children are more worried than worms. For this, 50 mg of quantity of nem tree should be eaten with the hot water of the bark 3 times a little hot water.

Sometimes chest pain causes chest pain. For this, the juice of 30 drops of neem leaves mixed with a little hot water will reduce chest pain after playing 3/4 times. Medications are prohibited for pregnant women.



In the morning, eating 5 peppercorns and 10 neem leaves in empty stomach helps to reduce diabetes.

Bleaching the leaves and bathe with water, the chillies go away. The itching is good when it takes a few days on the leaves or flowers.

Eating stomach for a long time? If you drink 30 liters of nit leaf juice, mixed with 4/1 percent of water in a cup of water, it will be beneficial to eat morning and afternoon.

If the bite of insect bites or holes in the spleen, the pain of the root of the niam will be relieved when the bark and leaf bark takes place.

Nem leaves and bolts of nuts and nem bites from the teeth will be toothbrush regularly, the teeth will be strengthened and can also be protected from dental disease.

If you use nimer oil face it is not a bron.

If jaundice every morning, 5-11 drops for children in the morning, one spoon of adult nip leaf juice mixed with a little honey will be eaten in an empty stomach.


আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক কিছু, যার নিত্য ব্যবহার রোগভোগ থাকবে দূরে ৷ আর এর মধ্যে নিমপাতার উপকার প্রচুর ৷ জাস্ট কয়েকটা নিমপাতা নিয়মিক খেলে, রোগ থাকবে অনেক দূরে ৷

শিশুদের পেটে কৃমি নির্মূল করতে। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়ো দিন ৩ বার সামান্য গরম জলসহ খেতে হবে।

অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ।



সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।

নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।

অনেকদিন ধরে পেটের অসুখ? হলে ৩০ ফোটা নিম পাতার রস, এক কাপ জলে ৪/১ ভাগ জলের সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে।

পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে।

নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।

নিমের তেল মুখে ব্যবহার করলে ব্রন হয় না।

জন্ডিস হলে প্রতিদিন সকালে বাচ্চাদের জন্য ৫-১১ ফোঁটা,বয়স্কদের জন্য ১ চামচ নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে।

No comments:

Post a Comment