How to check a rape doctor? 10 deadly shameful information - When a girl goes to the police with the allegation of rape, her medical examinations are going on to find out if she really is raped.
With the help of ultraviolet light in its complete nude condition, the body's body is examined whether there is any sign of sperm in any part of her body.
The memory of Delhi's fearless rape has not erased memories of the countrymen. What terrible torture was executed on the girl, still wondering if anyone would be scared.
But what do you think rape is the worst possible occurrence of a girl? Then know, at some point of time something worse than rape can happen with a girl.
When a girl goes to the police with the allegation of rape, her medical examination is going on to find out if she really is raped.
The girl who faced her humiliation during that test, sometimes it is more shameful than the incident of her original assault.
How to check a rape doctor? Recently, the doctor KS Narayan Reddy, the doctor and pu statue, in his book 'The Essentials of Forensic Medicine and Toxicology', answers the question.
The description given in the post-doctoral examination of this book is like a screaming. The information from the book is 10 information-
1. At the time of the medical examination one patient needs to take off all his clothes in the presence of a doctor. At the
This is done by standing on top of a piece of paper, so that anything or all of the items which fall below the body's body can be collected in laboratory for testing.
Blood, semen, mud, or sweat on the body - which can be used as evidence of some crimes, is collected from the body of the girl.
2. With the help of ultraviolet light in its complete nude condition, the body's body is examined whether there is any sign of sperm in any part of her body.
3. Any cut, rhyme or pelvic wound that is made in the body - which can be caused by scolding, is scrutinized and examined.
4. Photos of infected parts of the body, especially close to sexual organs, are taken.
5. Depending on how much pressure a woman has in her body, depending on the type of wound she will create. If she has a scalp on her back or waist, then understand that,
The girl was tortured by putting her on a rocky or strong land. Nipple bites or other injuries can also be found.
6. However, such a mark is not visible in the body of 1/3 of the assault, because girls usually do not interfere in fear of being attacked during the rape.
Especially if the head is hit by a head or neck, then its ability to stop and deteriorate greatly reduces. In those cases, there is no serious injury marks in other parts of his body.
7. The girl's sexual orientation is examined, whether there is a man's sexual orientation or dust. Whether rape is alive or dead, at least 15-20 sexual hair is collected for medical examination.
8. The hair of the girl is also collected for the examination.
9. Whether there is any symptom of venereal disease around the sexual orientation of the victim or the vagina is seen. With the help of cotton, her vagina is collected and sent to the laboratory for medical examination. It is seen that the situation of the girl's sister-in-law is also seen.
10. If the crime happens 48 hours or more earlier, then with the help of a glass rod, cotton or spatula, the vagina is collected from the inside of the vagina. It is seen, whether there is any semen or blood sample found.
India is such a country, where more rape cases are not brought to the notice of police than the rape of police officers.
One of the reasons is that after complaining to the police, most of the girls have to be victim of an unexpected loss.
As part of the legal process, the medical examination of the girl can not be denied, but the process can not be a little human?
How can justice be given to the girl by reducing the complexity of the legal process? This question has been raised across the country.
কীভাবে হয় একজন ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা? ১০টি মারাত্মক লজ্জাকর তথ্য- কোনও মেয়ে ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন, তখন সত্যিই তিনিই ধর্ষিতা হয়েছেন কি না তা জানার জন্য চলে তাঁর ডাক্তারি পরীক্ষা।
সম্পূর্ণ নগ্ন অবস্থায় আল্ট্রভায়োলেট আলোর সাহায্যে মেয়েটির শরীর পরীক্ষা করে দেখা হয় তার শরীরের কোনও অংশে বীর্যের কোনও চিহ্ন রয়েছে কি না।
দিল্লির নির্ভয়া ধর্ষণ কাণ্ডের স্মৃতি এখনও মুছে যায়নি দেশবাসীর মন থেকে। কী ভয়ানক অত্যাচার চালানো হয়েছিল মেয়েটির উপরে, তা এখনও ভাবলেই শিউরে উঠবেন যে কেউ।
কিন্তু আপনার কি ধারণা ধর্ষণই একটি মেয়ের উপর ঘটে যাওয়া নিকৃষ্টতম সম্ভাব্য ঘটনা? তাহলে জেনে রাখুন, কোনও কোনও সময়ে ধর্ষণের চেয়েও খারাপ কিছু ঘটতে পারে একটি মেয়ের সঙ্গে।
যখন কোনও মেয়ে ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন, তখন সত্যিই তিনিই ধর্ষিতা হয়েছেন কি না তা জানার জন্য চলে তাঁর ডাক্তারি পরীক্ষা।
সেই পরীক্ষার সময়ে যে ধরনের লাঞ্ছনার সম্মুখীন হতে মেয়েটিকে, কখনও কখনও তা হয় তাঁর মূল লাঞ্ছনার ঘটনার চেয়েও বেশি লজ্জাজনক।
কীভাবে হয় একজন ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা? সম্প্রতি ডাক্তার কে এস নারায়ণ রেড্ডি, ডাক্তার ও পি মূর্তি তাঁদের ‘দা এসেন্সিয়ালস অফ ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি’ বইতে জানিয়েছেন সেই প্রশ্নের উত্তর।
সেই বই থেকে ধর্ষণোত্তর ডাক্তারি পরীক্ষার যে বিবরণ দেওয়া হয়েছে তা শিউরে ওঠার মতো। সেই বই থেকে তুলে দেওয়া হল ১০টি তথ্য-
১. ডাক্তারি পরীক্ষার সময়ে একটি একটি করে রোগিনীকে তার সমস্ত পোশাক খুলে নিতে হয় একজন ডাক্তারের উপস্থিতিতে। এ
কটি কাগজের টুকরোর উপরে দাঁড়িয়ে এই কাজ করতে হয়, যাতে পোশাক খোলার সময়ে মেয়েটির শরীর থেকে নীচে খসে পড়া যে কোনও কিছু বা সমস্ত কিছু ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য সংগ্রহ করা যায়।
শরীরে লেগে থাকা রক্ত, বীর্য, কাদা, কিংবা ঘাম— যা কিছু অপরাধের প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে, সংগ্রহ করা হয় মেয়েটির শরীর থেকে।
২. সম্পূর্ণ নগ্ন অবস্থায় আল্ট্রভায়োলেট আলোর সাহায্যে মেয়েটির শরীর পরীক্ষা করে দেখা হয় তার শরীরের কোনও অংশে বীর্যের কোনও চিহ্ন রয়েছে কি না।
৩. শরীরে তৈরি হওয়া কোনও কাটা, ছড়া বা ছাল উঠে যাওয়ার মতো ক্ষতস্থান— যেগুলি ধস্তাধস্তির ফলে তৈরি হতে পারে, সেগুলিকে খুঁটিয়ে দেখে পরীক্ষা করা হয়।
৪. শরীরের আঘাতপ্রাপ্ত অংশগুলি, বিশেষত যৌন অঙ্গের ক্লোজ আপ ছবি নেওয়া হয়।
৫. মেয়েটির শরীরের কোনও অংশে কতটা চাপ পড়েছে তার উপর নির্ভর করে কী ধরনের ক্ষত তৈরি হবে সেই অংশে। যদি মেয়েটির পিঠে বা কোমরে ছড়ে যাওয়ার দাগ থাকে, তাহলে বুঝতে হবে,
মেয়েটিকে কোনও পাথুরে বা শক্ত জমির উপর ফেলে নির্যাতন চালানো হয়েছে। স্তনবৃন্তে কামড় বা অন্য কোনও আঘাতের চিহ্নও পাওয়া যেতে পারে।
৬. তবে সাধারণত লাঞ্ছিতার ১/৩ অংশের শরীরেই এই ধরনের কোনও ধস্তাধস্তির চিহ্ন দৃশ্যমান হয় না, কারণ ধর্ষণের সময়ে মেয়েরা ভয়ের চোটে সাধারণত আক্রমণকারী খুব একটা বাধা দেয় না।
বিশেষত মেয়েটির মাথায় যদি আঘাত করা হয়, কিংবা গলা চেপে ধরা হয়, তাহলে তার বাধা দেওয়ার ক্ষমতা এবং সাহস কমে যায় অনেকটাই। সেসব ক্ষেত্রে তার শরীরের অন্যান্য অংশে তেমন গুরুতর আঘাতের চিহ্ন আর থাকে না।
৭. মেয়েটির যৌন কেশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয়, সেখানে কোনও পুরুষের যৌন কেশ কিংবা ধুলোবালি ইত্যাদি লেগে রয়েছে কি না। ধর্ষিতা জীবিত হোক বা মৃত, তার অন্তত ১৫-২০টি যৌন কেশ সংগ্রহ করা হয় ডাক্তারি পরীক্ষার জন্য।
৮. মেয়েটির মাথার চুলও সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।
৯. ধর্ষিতার যৌন কেশ কিংবা যোনির আশেপাশে বীর্যের কোনও লক্ষণ দেখা যাচ্ছে কি না, তা খুঁটিয়ে দেখা হয়। তুলোর সাহায্যে মেয়েটির যোনিরস সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য। খুঁটিয়ে দেখা হয় মেয়েটির সতীচ্ছদের অবস্থাও।
১০. যদি অপরাধ ঘটে থাকে ৪৮ ঘন্টা কিংবা তারও বেশি সময় আগে, তাহলে একটি কাঁচের রড, তুলো কিংবা স্প্যাটুলার সাহায্যে যোনির ভিতর থেকে সংগ্রহ করা হয় যোনিরস। দেখা হয়, তাতে বীর্য কিংবা রক্তের কোনও নমুনা মিলছে কি না।
ভারত এমন একটি দেশ, যেখানে যত ধর্ষণের ঘটনা পুলিশের খাতায় ওঠে, তার চেয়ে অনেক বেশি কেস পুলিশের গোচরেই আনা হয় না।
তার একটা অন্যতম কারণ হল, পুলিশে অভিযোগ জানানোর পরে অকল্পনীয় হেনস্থার শিকার হতে হয় অধিকাংশ মেয়েকে।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না ঠিকই, কিন্তু সেই প্রক্রিয়া কি আর একটু মানবিক হতে পারে না?
আইনি প্রক্রিয়ার জটিলতা একটু কমিয়ে মেয়েটিকে সুবিচার দেওয়ার বিষয়টি কি করে তোলা যায় না দ্রুততর? এই প্রশ্ন উঠেছে দেশজুড়ে।
No comments:
Post a Comment