Monday, January 8, 2018

জীবনে প্রতিষ্ঠা চাইলে গোপন রাখুন এই পাঁচটি কথা If you want to establish life, keep these five words secret

Symbolic pictures


It is best to keep some things public for self-confidence. It can be seen at a glance that sperm-related issues

• Due to corruption from wealth. But wealth gives birth to lust. Lust of the end brings calamity to the end. No matter how much money is collected, it will lead to greed or redness in others. Therefore, the advice of the aracharya, never tell the wealth of your property. It is best to keep it secret.

• Keep your own humiliation confidential. The news of humiliation spread like wildfire. A little humiliation comes back after being multiplied. So it is wise to put their own insults inside ourselves.

• Bhakti is also not public-like. Because devotees are devoted to self-sacrifice. It is self-isolated when it is released publicly.

• Keep your own personal moments close to yourself. Other people may think of him as your weakness.

• It is best to keep a secret at all times. Because charity can come to public, there may be confusion in the donor.


আত্মপ্রতিষ্ঠার জন্য কিছু বিষয় জনসমক্ষে গোপন রাখাই শ্রেয়। এক নজরে দেখে নেওয়া যেতে পারে শুক্র-কথিত বিষয়গুলিকে।

• সম্পদ থেকেই অনর্থ জন্মায়। কিন্তু সম্পদই মানুষের মধ্যে লালসার জন্ম দেয়। লালসা শেষ পর্যন্ত বিপর্যয়কে ডেকে আনে। যত সম্পদই আহরণ করুন না কেন, তা অন্যের মধ্যে লোভ বা লালসার জন্ম দেবেই। তাই অসুরাচার্যের উপদেশ, নিজের সম্পদের কথা কখনওই ফলাও করে বলতে নেই। তা গোপন রাখাই শ্রেয়।

• নিজের অপমানকে গোপন রাখা। অপমানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সামান্য অপমান তখন বহুগুণ হয়ে ফিরে আসে। তাই নিজের অপমানগুলিকে নিজের ভিতরে রাখাই বুদ্ধিমানের কাজ।

• ভক্তি বিষয়টিও জনসমক্ষে বলে বেড়ানোর মতো নয়। কারণ ভক্তির মধ্যে নিহিত থাকে আত্মনিবেদন। তা প্রকাশ্যে এলে আত্ম-বিচ্ছিন্ন হয়।

• নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলিকে নিজের কাছেই রাখুন। অন্য লোক তাকে আপনার দুর্বলতা বলে মনে করতে পারে।

• দান সব সময়ে গোপন রাখাই ভাল। কারণ দানকার্য জনসমক্ষে এলে দাতার মধ্যে আত্মম্ভরিতা দেখা দিতে পারে।

No comments:

Post a Comment