Monday, January 8, 2018

তীব্র শীতে সুস্থতায় প্রয়োজন বাড়তি সতর্কতা Extra alert for severe winter health

Usually, colds, coughs, throat, fever, etc. are common in winter. So there is an additional caution in winter. Its skin care can not be neglected. Let's not know anything to do in the winter -

1. In winter, the symptoms of chills occur. As a result of this, the throat swells, the nose is closed, sleep is broken. If you do not have fever, you can do your own treatment at home. The most beneficial during this time is to drink light warm water and rest.

2. The nose becomes blocked due to the cold. If that happens, pour boiling water in a large container, then lower the mouth with the menthol and leave it open, then it should take a few minutes to vacate the water. To get the perfect fit so that the head should be covered with a large towel. This is how to take the vap.

3. Coughs, coughs, or slight melody are not such a big problem. But once it gets cold, it will take at least a week to repair it. For the cough, there is no comparison of 1 tablespoon of apple juice, but mix a little honey or sugar.

4. Regular eating fruits and vegetables should be used to keep away from bacteria and germs and to increase the body's resistance. Vitamin C, E, zinc for body needs. Fruits and vegetables can fill it up.

5. To be free of viruses and bacteria, wash hands with regular liquid handwash. Children also have to make regular hands washing habits. There is no need to separate new ones for this. There is a high quality liquid handwash in the market.



সাধারণত শীতকাল এলেই সর্দি, কাশি, গলাব্যথা, জ্বরভাব ইত্যাদি দেখা দিয়ে থাকে। তাই শীতে প্রয়োজন বাড়তি সতর্কতার। অার ত্বকের যত্নে তো মোটেই হেলাফেলা করা যাবে না। চলুন তাহলে জেনে নিই শীতে করণীয় কিছু বিষয়-

১. শীত এলে ঠাণ্ডা লাগার উপসর্গ দেখা দেয়। এর ফলে গলা খুসখুস করে, নাক বন্ধ হয়ে থাকে, ঘুম নষ্ট হয়। এর সাথে জ্বর না হলে ঘরে বসে নিজের চিকিৎসা নিজেই করতে পারেন। এ সময় সবচেয়ে উপকারী হলো হালকা গরম পানি পান করা আর বিশ্রাম নেয়া।

২. এসময় ঠাণ্ডা লাগার ফলে নাক বন্ধ হয়ে যায়। এমনটা হলে একটা বড় পাত্রে ফুটন্ত পানি ঢেলে, তাতে মেন্থল দিয়ে তারপর মুখ নিচু করে এবং অবশ্যই খোলা রেখে সেই পানির ভাপ নিতে হবে কয়েক মিনিট। পুরো ভাপটি যাতে ঠিকমতো পাওয়া যায়, সেজন্য বড় একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিতে হবে। দিনে কয়েকবার এভাবে ভাপ নিতে হবে।

৩. সর্দি, কাশি বা সামান্য গলাব্যথা এমন কোনো বড় সমস্যা নয়। তবে একবার ঠাণ্ডা লাগলে, তা সারতে অন্তত এক সপ্তাহ লাগবেই। কাশির জন্য সকালে ১ চামচ আদার রসের তুলনা নেই, তবে সামান্য মধু বা চিনি মিশিয়ে নেবেন।

৪. ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ফল এবং সবজি খাওয়া উচিত। শরীরের জন্য প্রয়োজন ভিটামিন সি, ই, জিঙ্ক। ফল এবং সবজি তা পূরণ করতে পারে।

৫. ভাইরাস এবং ব্যাকটেরিয়ামুক্ত থাকতে নিয়মিত লিকুইড হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। বাচ্চাদেরও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে। এর জন্য আলাদাভাবে নতুন কিছুর প্রয়োজন নেই। বাজারে উন্নতমানের যে লিকুইড হ্যান্ডওয়াশ রয়েছে তা ব্যবহার করলেই হবে।

No comments:

Post a Comment