Sunday, January 14, 2018

ফেটে যাওয়ার ভয় নেই! এই কন্ডোমের গুনাগণ জানেন?


প্রকাশিতঃ জানুয়ারী ১৪, ২০১৮ 

গর্ভনিরোধ এবং এডস থেকে বাঁচবার জন্যে বলা হয় কন্ডোম ব্যবহার করার জন্যে। কিন্তু যৌন মিলনের সময় এই কন্ডোম যদি ফেটে যায় তবে? গর্ভনিরোধ না হয় আটকানো যাবে ৭২ ঘণ্টার মধ্যে গর্ভনিরোধক পিল খেয়ে কিন্তু এডস? তাঁকে আটকানো যাবে কি করে?

এই সমস্যার সমাধান করতে বাজারে আসতে চলেছে এক বিশেষ ধরণের কন্ডোম। গবেষকদের দাবী, এই কন্ডোমে HIV সংক্রমণে কোনও ভয় নেই। শুধু তা নয়, এই কন্ডোম ব্যবহারে যৌন সুখ বেড়ে যাবে কয়েকগুন।

একটি সুত্র থেকে জানা গেছে, আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই কন্ডোম নিয়ে গবেষণা চালাচ্ছেন। নূতন এই কন্ডোমটিকে বলা হচ্ছে হাইড্রোজেল কন্ডোম। এই হাইড্রোজেল কনট্যাক্ট লেন্স ব্যবহারে কাজে লাগে।



এই হাইড্রোজেল হল স্ট্রং ইলাস্ট্রিক পলিমার। এর প্রধান বেসই হল জল। যা সেক্সের সময় যৌনসুখ বাড়াতে সাহায্য করে। অনেকে আছেন যারা যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করতে চাননা কারণ এতে যে ল্যাটেক্স আছে তাতে অনেকের এলারজি থাকে। কিন্তু, গবেষকদের দাবী হাইড্রোজেল কন্ডোমের ক্ষেত্রে এরকম কোনও সমস্যা হবে না।

টেক্সাস A&M Health Science সেন্টারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহুয়া চৌধুরী জানিয়েছেন, ল্যাটেক্স কন্ডোম নিয়ে সমস্যার কথা আমাদের মাথায় ছিল। তাই এমন কিছু পলিমার আমরা ব্যবহার করতে চেয়েছিলাম যাতে কারও এই ধরণের কোনও সমস্যা না হয়। এরপর আমদের মাথায় আসে হাইড্রোজেল ব্যবহারের বিষয়টি।

অনেক গবেষকরা ইতিমধ্যে দাবী করছেন, হাইড্রোজেল কন্ডোম কয়েকগুন পিছনে ফেলে দেবে অনান্য সাধারণ কন্ডোমকে। নূতন এই হাইড্রোজেল কন্ডোম যৌন মিলনের সমর ফেটে এডস আক্রান্ত হওয়ার সম্ভনাও নেই।

No comments:

Post a Comment