Thursday, November 30, 2017

How do men want to marry for women? বিয়ের জন্য কেমন পুরুষ চান নারীরা

Life is just a matter of life, with three births. One of the major decisions of a man's life is to take his marriage time. Because the person that he is married depends on the many unknown unknown happiness of life. Therefore, when deciding the marriage decision, it is appropriate to take a decision considering it. This arrangement is about how a boy can play the role of a suitable pot for marriage.

The boys who keep their head cool during the daytime

It is difficult to tell when the danger is going on in the past. Jobs can go away, someone may die, health can happen, etc. Those who decide on the cold case in those cases are as good as a wedding pot. If the condition of the problem is confined to a man who becomes uncomfortable, it becomes difficult to make life happy.

  
Those who are involved with families

A man who gives importance to his family, maintains a good relation, works well with his family as a pot.

The boys who do not need comfort over and over again

It is easy to break down those who are easily broken or who have repeatedly wandered for love.

The men who do not have a wife, they are 'women'

Every woman wants a safe place in the mind of her husband, want warmth. But remember, in order to make this safe place, she should not feel weak in any way. But if you behave badly with him, it will also be harmful for the relationship. A little girl, rather a woman, will think that the man is considered to be of her mentality.

Financial security is also important

No matter how financially independent a woman is, she is never mindless, slender men. That is why men are disadvantaged as men are unable to provide financial security. It is compulsory to improve the career of modern women to get the mind of a new woman.

The men who know the goals of his life

Men who do not know the goals of their life, they become frustrated at regular intervals. It takes people to stand beside them. So, it is not just self-confident nor a wise believer in the companions of men, intelligent women.

The boy who tries to be better than himself

'I will not be able to change myself for you as well' - Many people say such things at the beginning of the relationship. But the reality is that people change without reason due to man. Therefore, keeping the value of this word alive will not lead to life with someone who keeps himself as a stupid person in an indecisive way.

‘জন্ম মৃত্যু বিয়ে’ এই তিন নিয়েই তো জীবন। একজন মানুষের জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে হয় তার বিয়ের সময়। কেননা যে মানুষটিকে তিনি বিয়ে করছেন তার ওপরেই নির্ভর করে জীবনের অনেক জানা অজানা সুখ দুঃখ। তাই বিয়ের সিদ্ধান্তটি নেওয়ার সময় সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই তখন তা যথাযথ। কেমন ছেলে বিয়ের জন্য যথাযথ পাত্রের ভূমিকা পালন করতে পারেন তা নিয়েই এই আয়োজন।

যে ছেলেরা দুঃসময়েও মাথা ঠাণ্ডা রাখে

চলার পথে কখন কী বিপদ হয় আগে থেকে বলা মুশকিল। চাকরি চলে যেতে পারে, কেউ মারা যেতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, প্রভৃতি ঘটতে পারে। এসব ক্ষেত্রে যারা ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেন তারা বিয়ের পাত্র হিসেবে মানানসই। অল্প ঝামেলাতেই অবস্থা কাহিল হয়ে যায় এমন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে জীবনটাকে সুখী করা কষ্টকর হয়ে দাঁড়ায়।

  
যারা পরিবারের সাথে সম্পৃক্ত

যে পুরুষ তার পরিবারকে গুরুত্ব দেয়, সুসম্পর্ক বজায় চলে পরিবারের কাজ করে সে পাত্র হিসেবেও ভালো হয়।

যে ছেলেদের বারবার সান্ত্বনার প্রয়োজন হয় না

সহজে যারা ভেঙে পড়েন বা বারবার প্রেমের জন্য ঘ্যানঘ্যান করেন এমন পুরুষ বিয়ে করার আগে একটু ভাবনাচিন্তা দরকার।

যে পুরুষেরা স্ত্রীকে মেয়ে না, ‘নারী’ ভাবেন

প্রত্যেক নারীই তাদের স্বামীর মনে একটি নিরাপদ একটি জায়গা চান, উষ্ণতা চান। তবে মনে রাখতে হবে এই নিরাপদ জায়গা তৈরি করতে গিয়ে যেন কোনভাবেই মেয়েটিকে দুর্বল ভাবতে না হয়। তবে তার সাথে খারাপ আচরণ করলে সেটাও সমানভাবে সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। ছোট্ট মেয়ে না বরং পরিণত নারী ভাববেন যেই পুরুষ তার মানসিকতাই পরিপক্ব হিসাবে বিবেচিত হবে।

আর্থিক নিরাপত্তাও জরুরি

একজন নারী নিজে যতই আর্থিকভাবে স্বাধীন হোন না কেন, লক্ষ্যহীন, কুঁড়ে পুরুষ তারা কখনই পছন্দ করেন না। তাই যে পুরুষ নারীকে আর্থিক নিরাপত্তা প্রদান করতে অক্ষম, তেমন পুরুষ নারীদের অপছন্দ। আধুনিক নারীর মন পেতে গেলে নিজের কেরিয়ারে উন্নতি করা বাধ্যতামূলক।

যেসব পুরুষ তার জীবনের লক্ষ্য জানেন

যেসব পুরুষ তাদের তাদের জীবনের লক্ষ্য জানেন না তারা নিয়মিত বিরতিতে হতাশ হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই তখন আলাদা করে মানুষ লাগে। তাই শুধু আত্মবিশ্বাসী না কর্মে বিশ্বাসী পুরুষকেই সঙ্গী করেন বুদ্ধিমান নারীরা।

যে ছেলেটি নিজে যতটুকু ভালো তার চেয়ে ভালো হবার চেষ্টা করে

‘আমি যেমন তেমনই, তোমার জন্য নিজেকে পরিবর্তন করতে পারব না’ – সম্পর্কের শুরুতে অনেকেই এমন কথা বলেন। কিন্তু বাস্তবতা হল, মানুষ কারণে অকারণে বদলায়। তাই এই কথাটির মূল্য ধরে রাখতে গিয়ে কেউ যদি নাছোড়বান্দা হয়ে সারাজীবন একরোখা মানুষ হিসাবে নিজেকে ধরে রাখেন তার সাথে জীবন ভালো কাটবে না।

No comments:

Post a Comment