Tuesday, December 12, 2017

স্ত্রী তালাক দিলে কি দেনমোহর পাবে Will divorced wife give divorce?


Marriage is a family tie. Men and women are bound to bond through marriage. But the way of living together in the family life is not always happiness. From the misunderstandings in the life of the family, due to various reasons shadow of poison. In order to protect both husband and wife from the final disaster in life, the opportunity for divorce has been created in Islam. When there is a dispute between husband and wife, the question of divorce comes only when it becomes impossible to make peace between a husband and wife in a peaceful and peaceful life.

This is about divorce. Another important factor in marriage is that of Dementohar. Though there is a provision of giving dowry to the family after the life of the cabin before the beginning of the life of the wife, in most cases the body is not given. In most cases, dowry is given after divorce. And there are many different types of misconceptions about various human beings with Darmohar.

Many people think that if the husband is divorced, he only has to pay dowry. But this idea is completely wrong. There is no relation to divorce with Dennmore. No matter how divorcing a husband or wife, it must be repaid. There is no alternative to paying dower. If the wife only pardons, she could be forgiven. But keep in mind, a debt of danmohar If the husband dies before the date of divorce, then the husband's dues should be repaid from the husband's deposited cash or the property received.

What is Dementohara?

Dhammohar is a special right of a wife to her husband in Muslim marriage. Darnah is generally determined according to the social status of the groom and the bride. Any amount of money can be determined as danmohar. But in any case, the husband can not lesser than the minimum 10 dirhams or equivalent money. According to Muslim law, Deymohar's marriage is one of the conditions of marriage. Dhammohar's husband is a legal liability payable to his wife.

For readers, there are more important things about Dementohar-

A loan from darhamohar
Darmohar is the wife's husband's loan. There is a reference to danmohar in Kabiniama. The husband has to pay this dower while starting a married life. There is no substitute for this loan repayment without the wife to forgive.

Usul
An important issue in Kabiniama is the upazila. If the husband gives jewelery or other things to the wife during marriage and if it is written in Kabiniama, then it will be deducted from the cabin money.

Husband's death
After the divorce, if the husband dies, then the husband will have to pay dower to the property of his wife. There is no scope for this to be done.

Court case
If the husband does not pay the dower, then the wife will be able to sued the husband in court.

বিয়ে একটি পারিবারিক বন্ধন। বিয়ের মাধ্যমে নর-নারী এই বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সংসার জীবনে একসঙ্গে চলার পথ সব সময় সুখের হয় না। সংসার জীবনে ভুল বোঝাবুঝি থেকে শুরু করে বিভিন্ন কারণে নামে বিষাদের ছায়া। জীবনে চূড়ান্ত বিপর্যয় থেকে স্বামী-স্ত্রী উভয়কে রক্ষার জন্য ইসলামে তালাকের সুযোগ সৃষ্টি করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে যখন চরমভাবে বিরোধ দেখা দেয়, পরস্পর মিলেমিশে স্বামী-স্ত্রী হিসেবে শান্তিপূর্ণ ও মাধুর্যমণ্ডিত জীবনযাপন যখন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়, তখনই আসে তালাকের প্রশ্ন।

এ তো গেল তালাকের কথা। বিয়েতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেনমোহর। স্ত্রীর সঙ্গে সংসার জীবন শুরু করে আগে কাবিন হওয়ার পরে দেনমোহর দেয়ার বিধান থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেহমোহর দেয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে তালাকের পরে দেনমোহর দেয়া হয়। আর দেনমোহর নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে।

অনেকে মনে করেন, স্বামী তালাক দিলে শুধুমাত্র দেনমোহর দিতে হয়। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। দেনমোহরের সঙ্গে তালাকের কোনো সম্পর্ক নেই। স্বামী বা স্ত্রী যেই তালাক দিক না কেন দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে। দেনমোহর পরিশোধের বিকল্প কিছু নেই। শুধু স্ত্রী যদি মাফ করে দেন সেক্ষেত্রে মাফ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, দেনমোহর একটি ঋণ। তালাকের পরবর্তী সময়ের দেনমোহর পরিশোধের আগে যদি স্বামীর মৃত্যু হয় তবে স্বামীর জমাকৃত নগদ টাকা কিংবা প্রাপ্ত সম্পত্তি থেকে স্বামীর স্বজনদের দেনমোহর পরিশোধ করতে হবে।

দেনমোহর কী ?

মুসলিম বিয়েতে দেনমোহর হচ্ছে স্বামীর কাছ থেকে স্ত্রীর একটি বিশেষ অধিকার। দেনমোহর সাধারণত বর ও কনের সামাজিক অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। দেনমোহর হিসেবে যেকোনো পরিমাণ অর্থ নির্ধারণ করা যায়। কিন্তু কোনো অবস্থায়ই স্বামী ন্যূনতম ১০ দিরহাম বা সমপরিমাণ অর্থ অপেক্ষা কম নির্ধারণ করতে পারবেন না। মুসলিম আইনানুযায়ী দেনমোহর বিয়ের একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কতৃর্ক স্ত্রীকে পরিশোধযোগ্য একটি আইনগত দায়।

পাঠকদের জন্য থাকছে দেনমোহর সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

দেনমোহর একটি ঋণ
দেনমোহর হলো স্ত্রীর কাছে স্বামীর ঋণ। কাবিননামায় দেনমোহরের বিষয়ে উল্লেখ থাকে। দাম্পত্য জীবন শুরু করার সময় স্বামীকে এই দেনমোহর পরিশোধ করতে হয়। স্ত্রী ক্ষমা করা ছাড়া এই ঋণ পরিশোধের বিকল্প কিছু নেই।

উসুল
কাবিননামায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উসুল। বিয়ের সময় স্বামী যদি স্ত্রীকে গহনা বা অন্য কোনো জিনিস দিয়ে থাকে এবং তা যদি কাবিননামায় লিখিতভাবে উল্লেখ থাকে তবে কাবিনের টাকা থেকে কর্তন যাবে।

স্বামীর মৃত্যু
তালাকের পরবর্তী সময়ে যদি স্বামীর মৃত্যু হয় তবে স্বামীর রেখে যাও প্রাপ্ত সম্পত্তি থেকে দেনমোহর পরিশোধ করতে হবে।এর ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই।

আদালতে মামলা
স্বামী যদি দেনমোহর পরিশোধ না করে তবে স্ত্রী আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে।

No comments:

Post a Comment