Wednesday, January 24, 2018

আপনাকে ভালোবাসে কিনা আপনার সঙ্গী সেটা বোঝার জন্য ৬ টি উপায় Six ways to understand whether you love your partner

Does your partner really love you? To know about this topic, let's find out 6 things.

1. One of the ways that he reveals to you - his love for you, he will introduce you to his family. At the time, if you call him for any need, he will stay with you as he has. Your family is important to you. And the person you love will respect your family too. He or she will respect your parents or brothers and sisters. If you have to talk to them, they will do it with respect.

2. Plan your future with you - someone has come forward to plan your future with you? If you come forward, then understand that he wants to weaken you, love you and spend the life with you.



3. Expressions of love in body language - Many subjects are published in the language of every human body. If your partner really loves you then it will be published in his body language. When people speak lies, it is understood in their body language. Likewise, love is also possible to understand the body language.

4. Does he listen to you - if he does not listen to you, then understand that this is really a thought. Because, listening to you is very important. So notice that he is just talking or listening to your words.

5. What are your feelings for your smile - those who love you will try a lot to make you a little smile. Take care of your date and dates with your birthday. Besides, he will not forget to congratulate you on other occasions. Besides, the person who loves you will always protect you from adverse circumstances. If someone laughs at you, he will not take part in it, but it will be against them. Even if you do not want help from him, he will come forward with your help.

6. Respecting your dream - The person you love will help your dreams to succeed. You will be happy with your success and will encourage you for more success. You are going ahead of him, so he will not be saddened. Instead, he will come forward to help you for your success and be proud of that. Those who love you value your opinion. You will hear about it at that time and help in deciding. If someone does not value your opinion then the opposite will be.


আপনার সঙ্গী কি সত্যিই আপনাকে ভালোবাসে? এই বিষয়টি বোঝার জন্য ৬ টি বিষয় জেনে নিন।

১. আপনাকে সে কি প্রকাশ করে – আপনার প্রতি তার ভালোবাসা আছে, এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো সে আপনার সঙ্গে তাঁর পরিবারের পরিচয় করিয়ে দেবে। এ সময় আপনার যে কোনো প্রয়োজনে তাঁকে ডাকলে যেমন কাছে পাবেন তেমন সে আপনার দুঃসময়েও সঙ্গে থাকবে। আপনার পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনাকে যে ভালোবাসে সে আপনার পরিবারকেও সম্মান করবে। আপনার বাবা-মা কিংবা ভাই-বোনকে সে সম্মান করবে। তাঁদের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে সে সম্মানের সঙ্গে তা করবে।

২. ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনার সঙ্গে – আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে? যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায়।



৩. শরীরের ভাষায় ভালোবাসার প্রকাশ – প্রত্যেক মানুষের শরীরের ভাষাতেই অনেক বিষয় প্রকাশিত হয়। আপনার সঙ্গী যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে তা তাঁর শরীরের ভাষায় প্রকাশিত হবে। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তা তাঁর শরীরের ভাষায় বোঝা যায়। একইভাবে ভালোবাসার বিষয়টিও শরীরের ভাষায় বোঝা সম্ভব।

৪. সে কি আপনার কথা শোনে – সে যদি আপনার কথা না শোনে তাহলে বুঝতে হবে বিষয়টি সত্যিই চিন্তার। কারণ, আপনার কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই লক্ষ্য করুন যে, তিনি শুধুই কথা বলছেন নাকি আপনার কথাও মনোযোগ দিয়ে শুনছেন।

৫. আপনার হাসির জন্য তাঁর কী অনুভূতি – যে আপনাকে ভালোবাসে সে আপনাকে সামান্য হাসানোর জন্য হলেও নানাভাবে চেষ্টা চালাবে। আপনার জন্মদিন সহ নানা তারিখের কথা খেয়াল রাখবে। এ ছাড়া অন্য নানা উপলক্ষেও সে আপনাকে অভিনন্দন জানাতে ভুলবে না। এছাড়া যে আপনাকে ভালোবাসে সে সব সময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে। আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবে। এমনকি আপনি তাঁর কাছ থেকে সাহায্য না চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে।

৬. আপনার স্বপ্নকে সম্মান করে – আপনাকে যে ভালোবাসে সে আপনার নানা স্বপ্ন সফল হতে সহায়তা করবে। আপনার সাফল্য দেখে খুশি হবে এবং আরও সাফল্যর জন্য আপনাকে উৎসাহিত করবে। আপনি তাঁকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, এ জন্য সে মোটেও দুঃখ পাবে না। তার বদলে সে আপনার সাফল্যের জন্য সহায়তা করতে এগিয়ে আসবে এবং সে জন্য গর্ববোধ করবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার মতামতেরও মূল্য দেয়। আপনার কথা সে সময় নিয়ে শুনবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। যদি কেউ আপনার মতামতকে মূল্য না দেয় তাহলে এর বিপরীত অবস্থা হবে।

No comments:

Post a Comment