Sunday, December 24, 2017

'বর্ণবাদী অলঙ্কার' পরার জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ রাজকুমারী British princess apologized for wearing 'racist ornament'


British princess Michelle apologized for wearing a brooch made by Black Moore. On Christmas, he was wearing the brooch at Queen Elizabeth's banquet. In the ceremony held on Wednesday in Buckingham Palace, Prince William, his wife Kate, Harper King, and his fiancée Megan Merkel also participated.

The brooch was put on the court by Kent's Princess Michelle. Many people started criticizing it after the picture was widely spread. Online brochas are called 'racist ornaments' online.

ব্রিটিশ রাজকুমারী মিশেল কৃষ্ণাঙ্গ মুরের আদলে তৈরি ব্রোচ পরার জন্য ক্ষমা চেয়েছেন। বড়দিন উপলক্ষ্যে তিনি রাণী এলিজাবেথের ভোজসভায় ওই ব্রোচ পরেছিলেন। বুধবার বাকিংহাম রাজপ্রাসাদে আয়োজিত সেই অনুষ্ঠানে রাজপুত্র উইলিয়াম, তার স্ত্রী কেট, রাজপুত্র হ্যারি, তার বাগদত্তা মেগান মের্কেলও অংশ নিয়েছিলেন।

কোর্টের ওপর ওই ব্রোচটি পরেছিলেন কেন্টের রাজকুমারী মিশেল। যার ছবি ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে সমালোচনা শুরু করেন। অনলাইনে ওই ব্রোচকে 'বর্ণবাদী অলঙ্কার' বলে আখ্যা দেয়া হয়।

No comments:

Post a Comment